তিরুঅনন্তপুরম: তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় অনেককেই উল্লাস প্রকাশ করতে দেখা যায়। বিশেষ করে বিপিন রাওয়াতের উদ্দেশে কটূক্তি করেন অনেকে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ করার কথা ঘোষণা করলেন কেরলের চলচ্চিত্র পরিচালক আলি আকবর। তিনি অবশ্য জানিয়েছেন, তাঁর মেয়েদের ধর্ম পরিবর্তনের জন্য জোর করবেন না। তাঁর মেয়েরা নিজেদের পছন্দ অনুযায়ী ধর্মাচরণ করতে পারবেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই চলচ্চিত্র পরিচালক বলেছেন, ‘আমি আর মুসলিম নেই। আমি ভারতীয়। আমি দেশদ্রোহীদের সঙ্গে থাকতে পারব না।’
আলি আকবর আরও বলেছেন, তাঁর নতুন নাম হচ্ছে রামসিমহন। এই নাম তাঁর জন্য উপযুক্ত। কারণ, রামসিমহন এমন একজন ব্যক্তি, যিনি সংস্কৃতি রক্ষা করতে গিয়ে খুন হন। যাঁরা জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন, তাঁদের কড়া সমালোচনা করেছেন আলি আকবর।
এ বছরের অক্টোবরেই বিজেপি-র যাবতীয় দায়িত্ব ছাড়েন আলি আকবর। তিনি বিজেপি-র রাজ্য কমিটির সদস্যপদও ছেড়েছেন। তিনি সেই সময় জানান, কেরল রাজ্য সংগঠনের সম্পাদক একে নাজিরের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে তিনি ব্যথিত। সেই কারণেই যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে তিনি বিজেপি সদস্য থাকবেন।
বুধবার তামিলানড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। নীলগিরির গভীর জঙ্গলে ভেঙে পড়ে এমআই সেভেনটিন ভি ফাইভ কপ্টারটি। সারা দেশ যখন এই ঘটনায় শোকাহত, তখন সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনারেল রাওয়াতের উদ্দেশে কটূক্তি করে। এর প্রতিবাদ জানালেন আলি আকবর। সেই কারণেই তিনি ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।