সনৎ ঝা, শিলিগুড়ি: বামেদের (Left) পুর অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে (Siliguri)। একগুচ্ছ দাবি আদায়ে আজ, পুরসভা (Municipality) অভিযান করে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। পুলিশের বাধা পেয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যা নিয়ে তরজায় জড়িয়েছে সিপিএম (CPM) ও তৃণমূল (TMC)।
পুরসভার ভিতরে ঢুকতে বাধা পুলিশের। বাধা পেয়ে রাস্তায় বসে শুরু হল বিক্ষোভ। এতেই উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে (Siliguri)। ঝুপড়িবাসীদের উচ্ছেদের প্রতিবাদ-সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার সকালে পুরসভা অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য-সহ (Ashok Bhattarcharya) একাধিক সিপিএম নেতা। আন্দোলনকারীদের মিছিল পুরসভার সামনে আসতেই শুরু হয় উত্তেজনা।
অশোক ভট্টাচার্য,দীলিপ সিংহ, নুরুল ইসলাম,শরদিন্দু চক্রবর্তী সহ একাধিক প্রথম সারির নেতৃত্বদের উপস্থিতিতে একটি মিছিল সংগঠিত করা হয়। যা হিলকার্ট রোড (Hill Cart Road) অনিল বিশ্বাস ভবন থেকে শুরু হয়ে পুর কর্পোরেশনে গিয়ে শেষ হয়। তবে পুর কর্পোরেশনে ঢোকার আগেই পুলিশ বাধার মুখে পড়েন তাঁরা। অভিযোগ ব্যারিকেড দিয়ে প্রবেশে বাধার সৃষ্টি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। বাধার মুখে পড়ে রাস্তায় বসে পডেন বাম নেতা অশোক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। অশোক ভট্টাচার্য জানান, পরবর্তীতে ১০ জনের একটি প্রতিনিধি দল তাঁদের দাবি পত্র পুরসভার কমিশনারের হাতে তুলে দেন। শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার (Ranjan Sarkar) বলেন, "আন্দোলনকারীদের দাবির প্রতি সম্পূর্ণ সহানুভূতি দেখানো হবে। তবে নদীর চর থেকে গরিব মানুষদের উচ্ছেদ করা হয়েছে গ্রিন ট্রাইব্যুনাল আইন মেনে। এই উচ্ছেদে পুরসভার কোনও হাত নেই।''
এদিকে মন্দির সংস্কার ও রাস্তা নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ। এবার অভিযোগ উঠেছে খাস পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। কালিয়াচক (Kaliachak) তিন নম্বর ব্লকের সাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের (TMC) ঘটনা। ঘটনায় বিডিওর (BDO Office) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীদের একাংশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। আর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুন: Saltlake Fraud : ঋণ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণার জাল সল্টলেকে, টাকা খোয়ালেন অনেকে