সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়,  হুগলি : পারিবারিক অশান্তির (Family Chaos) জের। সিঙ্গুরের নান্দায় আত্মীয়ের হাতে খুন দম্পতি (Couple Murder)। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ সকালে পুলিশ গিয়ে একই পরিবারের চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কাঠের ব্যবসায়ী (Buninessman murder) দীনেশ প্যাটেল ও তাঁর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। দীনেশের ছেলে ও বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। স্থানীয়দের দাবি, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্যাটেল পরিবারের। তার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের (Police)। অভিযুক্ত অধরা। 


বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার পরিবারের চারজন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হল স্বামী-স্ত্রীকে। হুগলির (Hoogly) সিঙ্গুরে (Singur) রহস্যজনকভাবে খুন দম্পতি। আশঙ্কাজনক অবস্থা গৃহকর্তার বাবা ও ছেলের। পারিবারিক অশান্তি, নাকি সম্পত্তিগত বিবাদের জেরে খুন? পিছনে কি হাত রয়েছে আত্মীয়ের?


উঠছে অনেক প্রশ্ন। বৃহস্পতিবার ভোর তখন ৫-টা কী সাড়ে ৫ টা হবে। পুলিশ সূত্রে খবর, আচমকাই এই বাড়িতে হানা দিয়েছিল ১ দুষ্কৃতী। কিছুক্ষণ পরই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। সকালে বাড়িতে কারও সাড়া শব্দ না পেয়ে, স্থানীয়রা গিয়ে দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন গৃহকর্তী। 


রক্তাক্ত তাঁর স্বামী-শ্বশুর ও ছেলেও। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেন পুলিশকে। তারা এসে পরিবারের চারজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে কাঠের ব্যবসায়ী, দীনেশ প্যাটেল (৫০) ও তাঁর স্ত্রী অনুসূয়া প্যাটেল (৪৭)-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দীনেশ প্যাটেলের বাবা মাভজি প্যাটেল (৭৬), ছেলে ভাবিক (২৩)।


স্থানীয় সূত্রে খবর, এক আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল প্যাটেল পরিবারের।তার জেরেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। পাশাপাশি সম্পত্তিগত বিবাদের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। আশপাশের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল প্যাটেল পরিবারের। তবে কেন এমনটা হল, বুঝে উঠতে পারছেন না প্রতিবেশীরাও। অভিযুক্তের খোঁজে বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।