রুমা পাল, জয়ন্ত পাল ও সৌভিক মজুমদার, কলকাতা: SIR নিয়ে পশ্চিমবঙ্গের CEO-র সঙ্গে মুখোমুখি বৈঠক নির্বাচন কমিশনের। ভোট হতে চলেছে এমন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের CEO-দের সঙ্গে আলাদা বৈঠক। পশ্চিমবঙ্গ, অসম, কেরল , তামিলনাড়ু, পুদুচেরির CEO-দের সঙ্গে বৈঠক। বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যের SIR-প্রস্তুতি নিয়ে বিশদে আলোচনা। পশ্চিমবঙ্গে SIR-অগ্রগতি কতদূর, তা জানতে চাইল নির্বাচন কমিশন। বৈঠকে হাজির মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি চূড়ান্ত করতে নির্দেশ নির্বাচন কমিশনের। SIR-নিয়ে দিল্লিতে ২ দিনের বৈঠক শেষ। এই বৈঠকে হাজির ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার ও ২ নির্বাচন কমিশনার। 

Continues below advertisement

আরও পড়ুন, বেঙ্গালুরুতে কাজের সূত্রে যাওয়া, 'রাত ৯.১৫- ১২.৩০ টা' হবে তখন, বাড়িতে ঢোকে ৫ দুষ্কৃতী ! বঙ্গ সন্তানকে 'গণধর্ষণ' কাণ্ডে সরব কমিশন

Continues below advertisement

দিল্লিতে নির্বাচন কমিশনের ২দিনের বৈঠকে বিশেষ জোর দেওয়া হল ভোটমুখী ৫ রাজ্যের ওপর। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির CEO-দের সঙ্গে মুখোমুখি বৈঠক করল কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচনী আধিকারিকদের SIR প্রস্তুতি চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে ভোটার তালিকার সংশোধনের দিন গোনা। দার্জিলিং, জলপাইগুড়ি এই ২ জেলা বাদে বাকি সব জেলাতেই শেষ হয়েছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ। যেকোনও সময় কি হতে পারে রাজ্যে SIR-এর ঘোষণা? জল্পনা আরও বাড়ল ভোটমুখী পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির CEO-দের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ আলাদা বৈঠক করায়।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে SIR-অগ্রগতি কতদূর, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বৈঠকে হাজির মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি চূড়ান্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে। বুধবার এবং বৃহস্পতিবার, দিল্লিতে ২ দিনের বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেখানে হাজির ছিলেন দেশের মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার সুখবীর সিং সাঁধু এবং বিবেক জোশী। বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের CEO মনোজ আগরওয়াল-সহ বাকি রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিক।ওই বৈঠকেই ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট।ছাব্বিশেই অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা ভোট হওয়ার কথা। কমিশন সূত্রে দাবি, তাই ওই ৫টি রাজ্যে SIR-এ জোর দেওয়া হচ্ছে। এদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজ্য-রাজনীতিতে চড়ছে বাগযুদ্ধের পারদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির চক্রান্ত তো চলছে। নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, বাংলা থেকে যদি এরা একটা মানুষেরও মৌলিক অধিকার কাড়তে চায়। তাহলে ১ লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন। 

রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে যখন একের পর এক হুঁশিয়ারি ধেয়ে আসছে, তখন SIR নিয়ে পাল্টা তাল ঠুকছে কেন্দ্রের শাসক দল বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, SIR পদ্ধতি অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতি। অনুপ্রবেশ তো বাংলার একটা বড় সমস্যা সেটা কি কেউ অস্বীকার করতে পারি? এই অনুপ্রবেশ সমস্যার সমাধান প্রয়োজন। তৃণমূল কংগ্রেস-সহ যেসব দল বলছে SIR করা যাবে না, তারা ভারতবর্ষের সংবিধানকে বলছে মানি না। সব মিলিয়ে ছাব্বিশের ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে চড়ছে পারদ।