রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক,কলকাতা: একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। পাশাপাশি কোনও অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না। এক্ষেত্রে কোনও ভুল হলে তার দায় বর্তাবে BLO-দের ওপর।  BLO-দের বৈঠকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপের প্রসঙ্গ তুললেন BLO-দের একাংশই। 

Continues below advertisement

আরও পড়ুন, সাত সকালে ED-র ম্য়ারাথন তল্লাশি কলকাতায় ! ব্য়াঙ্ক প্রতারণা মামলার তদন্তে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

Continues below advertisement

BLO জয়িতা রায় বলেন, জিজ্ঞাসা করেছিলাম যে, যদি কোনওপ্রকার কোনওকিছুর প্রেসার আমাদের ওপর আসে তখন আমরা কী করতে পারি? বুথ লেভেল অফিসার বা BLO তাঁদের এখন শাঁখের করাতের নীচে পড়ার মতো অবস্থা! যেতেও কাটে, আসতেও কাটে! একদিকে বুধের পর বৃহস্পতিবারও নির্বাচন কমিশন কড়া বার্তা দিয়েছে নিয়ম মেনে SIR-এর যাবতীয় কাজ করতে হবে! অন্যদিকে, মাস দুয়েক আগে খোদ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন! এ দু'য়ের মাঝে পড়ে গিয়ে এখন কার্যত চিঁড়েচ্য়াপ্টা অবস্থা বুথ লেভেল অফিসারদের। এই বুথ লেভেল অফিসার বা BLO-দের ওপরে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া, সেগুলো ফের সংগ্রহ করার মতো গুরুদায়িত্ব রয়েছে। 

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার প্রায় সাড়ে চারশো বুথ লেভেল অফিসার বা BLO-দের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন।সূত্রের খবর, সেখানে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দেন, একজন বৈধ ভোটারের নাম যেমন তালিকা থেকে বাদ যাবে না, তেমনই কোনও অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এক্ষেত্রে কোনও ভুল হলে তার দায় বর্তাবে BLO-দের ওপরেই।  প্রসঙ্গত সূত্রের খবর, বুধবারের বৈঠকেও বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছিলেন, নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ কুমার আগরওয়াল বলেন, কোনও বৈধ ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, এদিন বৈঠকে BLO-দের তরফে প্রশ্ন তোলা হয়, কীভাবে তারা ভুয়ো ভোটার চিহ্নিত করবেন? নথি যাচাই কীভাবে সম্ভব হবে? শাস্তি তো হলে BLO-দেরই হবে। 

সূত্রের খবর, পাল্টা কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, সন্দেহজনক কোনও নথি হাতে পেলে তাতে ভোটারকে দিয়ে সেল্ফ অ্যাটেস্ট করাতে হবে। BLO শেখ আবুল হোসেন বলেন, জানালেন যে, আপনারা নির্ভয়ে আইন অনুযায়ী কাজ করবেন। নির্বাচন কমিশন যা যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী কাজ করতে হবে। সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। কোনও অবৈধ যারা ভোটার যদি ২০০২-এর লিস্টে না থাকে, তাদেরকে আমরা বাদ দেব। BLO   নূপুর সাউ নাথ বলেন, যদি কোনও পলিটিক্যাল প্রেসার থাকে, ওইগুলো বলছেন যে ওইগুলোর জন্য ভয় পাওয়ার কোনও দরকার নেই। ওগুলো সবার জন্যই সুরক্ষার ব্যবস্থা থাকবে। এর আগে গত ২৮ জুলাই BLO-দের কার্যত হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, আপনারা BLO যেসব লিস্ট করেছেন, BLO-দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারও নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন নির্বাচন কমিশন তার নোটিফিকেশন যখন হবে, ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে রাজ্য সরকার। আবার নির্বাচনের পরেও রাজ্য সরকার। সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন রাজ্য সরকারের। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না।' পাল্টা BLO-রা যাতে সমপূর্ণ নিরপেক্ষভাবে কাজের সুযোগ পান তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিজেপি।বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যেভাবে জনপ্রতিনিধিদের ওপর হামলা হয়েছে, ইডি সিবিআই আক্রান্ত হয়েছে, SIR করতে গিয়ে BLOরা যদি আক্রান্ত হন, তাহলে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। তার জন্য যা যা করণীয় করতে হবে কমিশনকে। শেষ পর্যন্ত কী হবে? সুষ্টুভাবে হবে SIR? সেটাই দেখার।