এস আই আর -এর ফর্ম বিতরণ মোটামুটি শেষের পথে। যদিও এখনও অনেকের মনে অনেক প্রশ্ন। তবে বেশিরভাগ ভোটারই বিএলও-দের কাছ থেকে ফর্ম পেয়ে গিয়েছেন। এবার তা পূরণ করে জমা করার পালা। কেউ আবার ফর্ম না পেয়ে চিন্তায়। ফর্ম ফিল আপ করা খুব কম সময়ের কাজ হলেও অনেকেই কিছু বিষয় নিয়ে ঘাবড়ে যাচ্ছেন। অনেকেই এখনও বুঝতে পারছেন না, কোন বক্সটা আপনি ফিল আপ করবেন। আবার কারও কাছে কোনও তথ্য না থাকলে, আরও বাড়ছে ধন্দ। কেউ আবার ছবি সাইজ নিয়ে চিন্তায়। কেউ কেউ আশপাশের পাঁচজনের কথা শুনে ভুলও করে ফেলছেন ফর্ম ফিলআপ করতে গিয়ে। কিন্তু এই ফর্ম একাধিক পাওয়া যায় না। তাই দরকারে আগে ফটোকপি করে নিয়ে প্র্যাকটিস করে নিন। একজনের নামে একাধিকফর্ম ইস্যু করা যায় না! তাই কমিশন স্পষ্ট করে কিছু জিনিস জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের ভোটারদের। এস আই আর নিয়ে বহুদিন ধরে যথেষ্ট চর্চা হলেও, অনেকের মনেই বেশ কিছু প্রশ্ন। কী করবেন তাঁরা ? সাহায্যের জন্য কার কাছে যাবেন, বিএলও -কে না পেলে? আর ফর্মটাই যদি না-পেয়ে থাকেন, তাহলেই বা কী করবেন। সবটাই জানালো কমিশন।
- গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে। ২৮/১০/২০২৫ তারিখের মধ্যে ভোটার তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনও গণনা ফর্ম পাননি, তাঁরা যোগাযোগ করতে পারেন - টোল-ফ্রি নম্বর: 1950 তে। ফোন: 033-2231-0850 (অফিসের সময় 10:30 AM থেকে 5:30 PM পর্যন্ত)। অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9830078250 নম্বরে। অথবা ইমেল করুন: ceo-election-wb@nic.in -এ। যোগাযোগের সময় নিজের নাম, বিধানসভা কেন্দ্র (Assembly Constituency) নাম, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে।
- গণনা ফর্ম পূরণে সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারেনঃ টোল-ফ্রি নম্বর: 1950। ফোন: 033-2231-0850
- এছাড়াও বিএলও (BLO), সুপারভাইজার, এইআরও (AERO), ইআরও (ERO) এবং ডিইও (DEO)-দের কাছ থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। যদি কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়, তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত কারণে জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ৩১ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হবে।