কলকাতা: SIR হলে কত বাদ যাবে , শাসকদলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, SIR-এ ২০০২ এর, ভোটার তালিকার সঙ্গে, ২০২৫ এর ভোটার তালিকার যে লিঙ্ক হয়েছে, তাতে বর্ডার এলাকার জেলা নয়- এখানে ৭০-৭২ শতাংশ লিঙ্ক হয়েছে। বর্ডার ডিস্ট্রিকে ৫০ শতাংশও লিঙ্ক হয়নি। ২ কোটি ৪০ লক্ষ ভোটারকে প্রাথমিকভাবে, লিঙ্ক করা যায়নি। এদের একটা বড় অংশ, বাংলাদেশের মুসলমান। এরা ভারতীয় নয়। এদের, নাম ভোটার তালিকায় থাকবে না। কিন্তু ভারতীয় মুসলিম যারা, তাঁদের কোনও চিন্তা নেই। আমার যারা বুথ সভাপতিরা এসেছেন, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, শুধু বিজয় করে কোলাকুলি করে বাড়ি গেলে হবে না। SIR হল সেমি ফাইনাল।'

Continues below advertisement

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কি জানতেন যে সরকারি কোনও দায়িত্ব পাবেন ? মুখ খুললেন শোভন

Continues below advertisement

তিনি আরও বলেন, তৃণমূলের সবাই ক্ষেপেছে। মালিক থেকে কর্মচারী। কেন ? SIR. পশ্চিমবঙ্গের কত কিমি বাংলাদেশের সঙ্গে ?  ২২০০ কিমি।এই ২২০০ কিমির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, ২০১৬ সাল থেকে বেড়া দেওয়ার জন্য, জমি চাওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, বাংলাদেশী অনুপ্রবেশকারী, এবং বার্মা থেকে যে রোহিঙ্গারা, কক্সবাজার হয়ে ভারতে ঢুকছেন, তাঁরা যাতে অবাধে ঢোকে, ভোট ব্যাঙ্ককে পরিণত করতে পারেন, ..সেই জন্য ৫৪০ কিমি জায়গা বেড়া দেওয়ার জন্য জমি দেননি।'

SIR-নিয়ে তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুমকি-হুঁশিয়ারির পাল্টা এসআইআর হলে কত নাম বাদ যাবে তা নিয়ে বিজেপির হেভিওয়েট নেতাদের ভবিষ্য়দ্বাণী অব্য়াহত!বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, SIR-এ বাদ যাবে কত? ১ কোটি বাদ যাবে, মিনিমাম। আর শুরুতেই ২৯ লক্ষ বাদ চলে গেছে।  ১৩ লক্ষ মৃত আধার ডিঅ্য়াক্টিভেটেড হয়েছে। বাঁচাবে কী করে তৃণমূল? আধার  কমিশন নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতের তালিকা।  ডবল, ট্রিপল এন্ট্রি কত? ১৬ লক্ষ। শুরুতেই ২৯ লক্ষ ভোকাট্টা। এর পরে তো লিঙ্ক করতে পারেনি যারা। ভারতীয়দের কোনও সমস্য়া নেই। ডকুমেন্ট দেখাবেন নাম উঠে যাবে। বাংলাদেশের মুসলমান, নাম উঠবে না। বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তাঁরা শরণার্থী।

SIR নিয়ে তৃণমূল নেতাদের হুমকির স্রোতের মধ্যেই, ফের একবার রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখে। শুভেন্দু বলেছেন, ভোটার তালিকা তৈরা না হলে ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কাউকে দাবি করতে হবে না। নো এসআইআর নো ইলেকশন। ভোট না হলে তৃণমূল উবে যাবে, অস্বিত্ব খুঁজে পাওয়া যাবে না।