কলকাতা : পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার শুরু থেকেই এনিয়ে টানাপোড়েন একেবারে সপ্তমে। রাজনৈতিক দলগুলো অনেক কথাই বলছে। কিন্তু, সাধারণ মানুষ এই প্রক্রিয়া নিয়ে কী ভাবছে? তা জানতে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড, ইউটিউবের মতো প্ল্য়াটফর্মে  কয়েকটা প্রশ্ন দেওয়া হয় । @sangesuman2025 ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন ছিল,

  • SIR নিয়ে কি সাধারণ মানুষ উদ্বিগ্ন?উত্তরে হ্য়াঁ বলেছেন ১৯ শতাংশ। ৮১ শতাংশ বলছেন, না। অর্থাৎ তাঁরা উদ্বিগ্ন নন।
  • নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগ কি ঠিক? উত্তরে ২৩ শতাংশ বলছেন হ্য়াঁ। অর্থাৎ অভিযোগ সঠিক। ৭২ শতাংশ বলেছেন, না। অর্থাৎ অভিযোগ সঠিক নয়। ৫ শতাংশ বলেছেন, জানি না অথবা বলতে পারব না
  •  SIR-এর সঙ্গে আদৌ কি NRC-র কোনও সম্পর্ক আছে? উত্তরে ২২ শতাংশ বলেছেন, সম্পর্ক আছে। ৭৩ শতাংশ বলেছেন, সম্পর্ক নেই। জানি না অথবা বলতে পারব না বলেছেন ৫ শতাংশ।
  • SIR নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কোন দল? উত্তরে ৮০ শতাংশ বলেছে তৃণমূল। ৮ শতাংশ বলছে বিজেপি। ১১ শতাংশ বলছে দুই দলই। আর জানি না অথবা বলতে পারব না বলেছেন ১ শতাংশ।
  • তৃণমূল কি হারের ভয়ে SIR-এর বিরোধিতা করছে?উত্তরে ৯০ শতাংশ বলছেন হ্য়াঁ। ৯ শতাংশ বলছেন না।জানি না অথবা বলতে পারব না বলেছেন ১ শতাংশ।
  • তৃণমূল ও বিজেপির চাপের মুখে BLO-দের পক্ষে কি নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব? উত্তরে ১৫ শতাংশ বলছেন, হ্য়াঁ। অর্থাৎ সম্ভব। না, অর্থাৎ BLO-দের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয় বলেছেন ৭৮ শতাংশ। জানি না অথবা বলতে পারব না বলেছেন ৭ শতাংশ।
  • কী উদ্দেশ্য়ে SIR করছে নির্বাচন কমিশন? উত্তরে ৭৭ শতাংশ বলেছেন স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থে। ভোটে বিজেপিকে সুবিধা করে দিতে--- এমনটা বলেছেন ২০ শতাংশ। আর জানি না অথবা বলতে পারব না বলেছেন ৩ শতাংশ। সূত্র : @sangesuman2025 ইউটিউব চ্যানেলে Poll প্রক্রিয়া(পোলিং প্রক্রিয়া এখনও চলছে। ইউটিউব চ্যানেলে পোস্ট অপশনে গিয়ে নিজেদের মতামত জানাতে পারেন আপনিও) মঙ্গলবার থেকেই এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছবেন BLO-রা। পশ্চিমবঙ্গে অবশ্য SIR নিয়ে বাগযুদ্ধ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। মঙ্গলবারই SIR-এর প্রতিবাদে কলকাতায় মেগা মিছিল করছে তৃণমূল। এ দিনই পানিহাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই SIR ইস্যুতেই মিছিল করবে বিজেপি।  বুধবার থেকে SIR-এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। সেদিন বর্ধমানে কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী।