কলকাতা : মঙ্গলবার তৃণমূল বনাম বিজেপির কর্মসূচির টক্কর। SIR-এর প্রতিবাদে কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। পানিহাটিতে পাল্টা মিছিল করবেন শুভেন্দু অধিকারী। এদিন থেকেই এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। অনেকেরই মনে প্রশ্ন, বাড়িতে এসে কী কী চাইবেন BLO-রা? তাঁরা কি জেরা করবেন বাড়ির লোককে? অনেক নথি চেয়ে বলবেন? কী লিখতে হবে এনুমারেশন ফর্মে? 

Continues below advertisement

আজ থেকে বাড়ি বাড়ি BLO-রা। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলি। বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম। জানা গিয়েছে, ফর্মে লিখতে হবে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, এপিক নম্বর। এনুমারেশন পর্ব মিটলে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এরপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানানো যাবে। হিয়ারিং ও ভেরিফিকেশন চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। 

কী কী তথ্য দিতে হবে এনুমারেশন ফর্মে?  নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটারের না, ভোটার কার্ডের নম্বর, ঠিকানা ছাপা থাকবে ফর্মের ওপর। সেই সঙ্গে থাপা থাকবে পার্ট নম্বর, বুথ নম্বর এবং ভোটার কার্ডের পুরনো ছবি।  ছাপানো দু'টি এনুমেরেশন ফর্ম দেওয়া হবে প্রতি ভোটারকে। পুরনো ছবির পাশে লাগাতে হবে ভোটারের সাম্প্রতিক ছবি। লিখতে হবে, জন্মের তারিখ ও মোবাইল নম্বর। আধার নম্বর দিতেও পারেন, নাও পারেন। পরের কলামে লিখতে হবে বাবার নাম এবং যদি থাকে, তাহলে তাঁর এপিক নম্বর। লিখতে হবে মায়ের নাম। এবং যদি থাকে তাঁর ভোটার কার্ডের নম্বর। ভোটার বিবাহিত হলে জানাতে হবে স্বামী বা স্ত্রীর নাম। স্বামী বা স্ত্রীর এপিক থাকলে দিতে হবে তার নম্বর।  

Continues below advertisement

দু'কপি ফর্ম দেওয়া হবে ভোটারদের। যার মধ্যে একটি ফর্ম BLO জমা নিয়ে নেবেন। আর একটি কপি ভোটার রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন। সেটিতেও BLO-র সই থাকবে। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

কিন্তু দায়িত্ব পেয়ে কাজের শুরুতেই, যেভাবে হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে ক্রমেই BLO-দের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। তাঁদের প্রশ্ন, এখনই এই অবস্থা হলে, এরপর কী হবে?