আজ থেকে এরাজ্য়ে শুরু SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। ধাপে ধাপে এগোবে SIR প্রক্রিয়া। বুথ লেভেল অফিসার (BLO), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অন্য় আধিকারিকদের প্রশিক্ষণ হবে। তারপর আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। শেষে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে।
কমিশন স্পষ্ট জানিয়েছে, কেউ 'SIR' প্রক্রিয়ায় অংশ না নিলে, যথাযথ নথি দিতে না পারলে, একাধিক ভোটার তালিকায় কারও নাম থাকলে, তা বাদ যাবে। তাই ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, নাম না থাকলে তার অভিযোগ জানানো সবটাই নাগরিকদের দায়িত্ব। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের এবার আর কোনও নথি দিতে হবে না। ২০০২ সালের তালিকায় মা-বাবার নাম থাকলেও আর কোনও নথি লাগবে না। ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই, তাঁদের নথি দিয়ে নাম তুলতে হবে।
এনুমারেশন-পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ চলবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাঁদের নাম মেলেনি, তাঁদের নোটিশ পাঠানো হবে। কারও কোনও অভিযোগ বা আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি এনুমারেশন দেওয়ার পর্ব চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তাহলে আপনার বাড়িতে বিএলও-রা যাবেন ৪ নভেম্বর থেকে।
যদি আপনার নাম বা আপনার বাবা-মায়ের নাম ২০০২ এর তালিকায় না থাকে, তাহলে হাতের কাছে রাখতে হবে,
- কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র।
- ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
- বার্থ সার্টিফিকেট
- পাসপোর্ট
- মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট
- রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র
- ফরেস্ট রাইট সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার
- স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার
- জমি অথবা বাড়ির দলিল।
এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। তবে আধার দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না।