কলকাতা: সম্পর্ক ছিল অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) আর সোহিনী সরকারের (Sohini Sarkar)-এর! দীর্ঘদিন থেকে ইন্ডাস্ট্রিতে যে জল্পনা ছিল, যে জল্পনার কথা চিরকার অস্বীকার করে এসেছেন এই দুই তারকা, সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, সোহিনী কী মুখ ফস্কে বলে ফেললেন সেই কথাই?
সোহিনী আর অনির্বাণের কাজের সম্পর্ক দীর্ঘদিনের। মঞ্চ থেকে শুরু করে বড়পর্দা.. সব জায়গাতেই সোহিনী আর অনির্বাণের জুটি ভীষণ জনপ্রিয়। ব্যোমকেশ থেকে শুরু করে একাধিক সিনেমা, সিরিজে অনির্বাণ সোহিনীর রসায়ন দর্শকদের মন কেড়েছে। এমনকি অনির্বাণ যখন প্রথম ওয়েব সিরিজ পরিচালনা করলেন, সেখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সোহিনী সরকার। এরপরে 'অথৈ'-তে একসঙ্গে কাজ করেন তাঁরা। সৃজিত মুখোপাধ্যায়ের ব্যোমকেশের অন্যতম আকর্ষণই ছিল অনির্বাণ সোহিনীর অর্থাৎ ব্যোমকেশ আর সত্যবতীর জুটি। একে অপরের বিপরীতে না হলেও, শেষবার তাঁরা এক সিনেমায় কাজ করেছেন 'রঘু ডাকাত'-এ। তবে যখনই একসঙ্গে বা আলাদা সাক্ষাৎকার দিয়েছেন তাঁরা, সবসময়েই একে অপরকে বন্ধু বলে দাবি করেছেন।
তবে সদ্য নিজের নতুন সিনেমা 'রান্না-বাটি' নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে সোহিনী মুখ খোলেন অনির্বাণের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে! বর্তমানে ইন্ডাস্ট্রিতে অনির্বাণের কাজ না পাওয়ার পরিস্থিতি নিয়ে সোহিনীকে প্রশ্ন করা হলে, তিনি প্রথমেই স্পষ্ট করে দেন, কেবল কাজের সূত্রে নয়, অনির্বাণের সঙ্গে তাঁর সম্পর্ক ও ছিল। এরপরে তিনি মূল বিষয়টি নিয়ে উত্তর দেন। নিজের মতামত জানিয়ে বলেন যে, অনির্বাণের মতো প্রতিভাবান মানুষের সঙ্গে এই ধরণের ঘটনা ঘটা উচিত নয়। এই ছোট্ট একটি লাইনেই যেন বদলে গিয়েছে গোটা ছবিটা। যাঁরা মনে করতেন, অনির্বাণের সঙ্গে সোহিনীর শুধুই কাজের সম্পর্ক, তাঁদের কাছে যেন বদলে গিয়েছে ছবিটা। সোহিনী সিলমোহর দিয়েছেন অনির্বাণ ও তাঁর সম্পর্কের মধ্যে।
২০২০ সালে, দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীকে বিবাহ করেন অনির্বাণ। অন্যদিকে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছিলেন সোহিনী। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সোহিনী সম্পর্কে জড়ান সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ২০২৪ সালে বিবাহ সারেন তাঁরা। এরপরে বেশ সুখেই রয়েছেন শোভন আর সোহিনী। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। অন্যদিকে, অনির্বাণের ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কোনও সমস্যা থাকলে তিনি তা ব্যক্তিগতভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন।