কাটোয়া: এসআইআর কর্মকাণ্ডে বড় ভূমিকা পালন করতে দেওয়া হয়েছিল তাঁকে। তিনি ছিলেন বিএলও। অথচ শুনানির আগের দিন আচমকা হারিয়ে গিয়েছিলেন!
‘হারিয়ে যাওয়া’ কালনার সেই বিএলও-কে পাওয়া গেল পুরীতে! হাজির করানো হবে বিচারকের সামনে। গোটা ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে।
ঠিক কী ঘটেছে? নিখোঁজ ছিলেন কালনার বিএলও অমিত কুমার মণ্ডল। গত মঙ্গলবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। যা নিয়ে শোরগোল পড়ে যায়।
নিখোঁজ হওয়ার ছ’দিন পর অমিতের খোঁজ পাওয়া গেল। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কাটোয়া মহকুমা প্রশাসন। কারণ, এসআইআর শুনানির জন্য ২৩ নম্বর বুথের ৩০ জন ভোটারের কাছে নোটিস বিলি করা হয়েছিল। সেই শুনানি প্রক্রিয়ায় বিএলও হিসাবে অমিতের উপস্থিতি জরুরি।
সূত্রের খবর ধরলে, ব্যাঙ্কে ঋণ রয়েছে নিখোঁজ বিএলও-এর, প্রশাসন থেকে এমনই রিপোর্ট দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে। সেই কারণেই বিএলও নিখোঁজ হয়েছে বলে পুলিশের ধারণা। তাঁর বাড়ি থেকে একটি চিঠিও পাওয়া গিয়েছিল যেখানে নাকি BLO নিজেও সেই তথ্য জানিয়ে গেছেন।
তবে তাঁর পরিবার থেকে জানানো হচ্ছে, এই ব্যাঙ্ক ঋণের বিষয়ে আগে কোনও দিন পরিবারকে তিনি কিছু জানায়নি। পুলিশ এই লোনের কথা পরিবারকে জানিয়েছে। পাঁচ দিন BLO অমিত কুমার মণ্ডলের কোনও খোঁজ ছিল না। পরিবারের সঙ্গে তাঁর কোনও যোগাযোগও হয়নি বলে জানিয়েছিলেন বাড়ির লোকজন। এছাড়াও লোনের বিষয়ে কোনও কথা পরিবারকে জানাননি তিনি, লোনের টাকা পরিশোধ করা নিয়ে কোন সমস্যার কথাও বলেননি বলে জানাচ্ছে পরিবার।
গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন অমিত কুমার মণ্ডল। তাঁর খোঁজে তৎপর ছিল প্রশাসন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে প্রচুর টাকা ব্যাঙ্ক ও বেসরকারিভাবে বাজারে দেনা আছে ওই BLO-র। পুলিশ জানিয়েছে, বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে তবে আগে তারা নিরুদ্দেশ অমিত কুমার মণ্ডলকে খোঁজার চেষ্টা করছেন। তাহলেই বিষয়টি পরিষ্কার হবে বলে দাবি করেছিল পুলিশ।
এই বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে মৌখিকভাবে জানিয়েছেন, প্রশাসন থেকে নির্বাচন কমিশনকে এই BLO র বিষয়ে প্রচুর টাকা ব্যাঙ্ক ঋণ রয়েছে জানিয়ে রিপোর্ট করা হয়েছে। আগামী ৭ তারিখ এই BLO র বুথের শুনানি রয়েছে। তাঁর অনুপস্থিতিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছিল।