কলকাতা: ঝড় উঠেছিল একটি ছবিকে ঘিরে। লিওনেল মেসির ( Lionel Messi) সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মেসির কলকাতা সফরের সময় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন। সেদিনই সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান ঘিরে বেনজির বিশৃঙ্খলা আর প্রবল ভাঙচুরের ঘটনার পর সমালোচনার ঝড় উঠেছিল শুভশ্রীকে নিয়ে। নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন অভিনেত্রী। বলা হয়েছিল, মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে মাঠে গিয়ে বঞ্চিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। সেখানে শুভশ্রী কী করে মেসির কাছে গেলেন? কেন মেসির অনুষ্ঠানের সময় মাঠে ছিলেন শুভশ্রী?

Continues below advertisement

সমালোচকদের পাল্টা আক্রমণ করেছিলেন শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী। যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কও। মেসির সঙ্গে ছবি ঘিরে বিতর্কের ঘা এখনও যে কতটা দগদগে, ফের বুঝিয়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে ( Lawho Gouranger Naam Rey )। সেখানে শুভশ্রীর অভিনয় প্রশংসিত হয়েছে। এক ব্যক্তি শুভশ্রীর সেই সিনেমার নটি বিনোদিনী চরিত্রের ছবি ও মেসির সঙ্গে নায়িকার ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'একজন শিল্পীর পরিচয় হওয়া উচিত শুধু শিল্পের বিচার করে.! কার নিমন্ত্রণে, কার সঙ্গে ছবি তুললেন তা নিয়ে নয়..'

সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শুভশ্রী। সঙ্গে দিলেন প্রণামের ইমোজি। যেন বোঝাতে চাইলেন, তিনি কৃতজ্ঞ। সমালোচকদেরও জবাব দিলেন যেন।

Continues below advertisement

 

লিওনেল মেসির (Lionel Messi)-র সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় চূড়ান্ত কটাক্ষের শিকার হন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। যা নিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে চূড়ান্ত কটাক্ষ করায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন রাজ। তার আগে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর সমর্থনে একটি লম্বা পোস্ট করেছিলেন রাজ। তবে এরপরেও থামেনি কটাক্ষ। গোটা বিষয়টা থামাতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজ। 

মেসি ম্যাজিক দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু লিওনেল মেসি (Lionel Messi) মাঠে আসার পরেই তাঁকে ঘিরে ছিলেন VIP, মন্ত্রী ও অন্যান্যরা। ফলে দর্শকাসন থেকে দেখাই যায়নি ফুটবলের কিংবদন্তিকে। অবশেষে মেসি যখন মাঠ ছাড়লেন, অনুরাগীরা দেখলেন আর কোনও আশা নেই ফের মেসি দর্শনের, তখন তাঁরা ফেটে পড়েন ক্ষোভে।