সমীরণ পাল, বিশ্বজিৎ দাস, কলকাতা: SIR-এর প্রতিবাদে ঠাকুরনগরের অনশনে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। SIR-শুরুর পরদিন থেকেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। এদিকে, দিন যত গড়াচ্ছে SIR-কে কেন্দ্র করেই ততই তপ্ত হচ্ছে ঠাকুরনগরের মতুয়াবাড়ি।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের চিকিৎসক ও সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলছেন, 'নিতাই মণ্ডল। ইনি অনশনে বসে আছেন। ইনি আজকে সকালে সম্ভবত হার্ট অ্য়াটাকের মতো সমস্য়া হয়েছে।' SIR-এর ফর্ম বিলি, SIR- বিরোধিতায় অনশন, একদিকে যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে, তখন SIR-বিরোধিতায় অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীদের অনশন কর্মসূচি রবিবার পঞ্চম দিনে পড়ল। আর এদিনই অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। বয়স ৬৫ বছর। অনশনকারীদের দাবি, এনিয়ে ৫ দিনে মোট ৯ জন অসুস্থ হলেন।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের চিকিৎসক ও সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলছেন, 'ইনি আজকে সকালে সম্ভবত হার্ট অ্য়াটাকের মতো সমস্য়া হয়েছে। খুব আশঙ্কাজনক। আমরা ঠাকুরনগর হাসপাতালে ভর্তি করেছিলাম। ওখান থেকে রেফার করেছে বনগাঁতে। আমরা ২১ জন ছিলাম ধারাবাহিক। গতকাল পর্যন্ত ৮ জন আর আজকে আরেকজন, এই হার্ট অ্য়াটাক হল।' SIR-এ কার নাম থাকবে আর কার বাদ যাবে, তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন মতুয়াদের একাংশ।
এই আবহেই পশ্চিমবঙ্গে SIR-শুরুর পরদিন থেকে... মতুয়া ঠাকুরবাড়িতে অনির্দিষ্টকালের জন্য় অনশন চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা। পাল্টা, শান্তনু ঠাকুরের নেতৃত্বে, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তরফে চলছে মতুয়াদের নাগরিকত্ব কার্ড দেওয়ার জন্য় CAA ক্যাম্প। এই আবহে SIR-ঘিরে ক্রমেই জোরালো হচ্ছে ঠাকুরনগরের মতুয়া বাড়ির ভিতরের লড়াই। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তৃণমূলের রাজ্য়সভার সাংসদ ও সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলছেন, 'চক্রান্ত করে শান্তনু ঠাকুর নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নরেন্দ্র মোদি ও অমিত শাহ সেখানে তাঁদের ( মতুয়াদের) অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। SIR-এর নাম করে মতুয়াদের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করেছে।'
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বিজেপি সাংসদ ও সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর বলছেন, 'অলরেডি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছে তাদের আর ডিপোর্ট করা যাবে না তাঁদের। তাহলে তাঁরা কোথায় যাবে? ভারতেই থাকবে। ভারতে থাকলে তাঁদের নাগরিকত্ব দেবে। নাগরিকত্ব দিলে সে ভোটার হিসেবে থাকছে। স্বাভাবিকভাবে মানুষকে বলা যায় আপনাদের আতঙ্কের কিছু নেই। যারা আপনাদের ভেতর আতঙ্ক তৈরি করছে এরা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য অনেককিছু করছে।'
SIR-বিরোধিতায় শুক্রবারই মমতা ঠাকুরপন্থীদের অনশনের মঞ্চে দেখা যায় বাম ও কংগ্রেস নেতাদের। এদিনও সিপিএমের গলায় শোনা গেছে সেই SIR-বিরোধিতার সুর। যার পাল্টা জবাব দিয়েছেন শান্তনু ঠাকুর। সব মিলিয়ে SIR-ইস্য়ুকে ঘিরে সংঘাত বাড়ছে ঠাকুরনগরের মতুয়াবাড়িতে।