হংসরাজ সিংহ, পুরুলিয়া: SIR নিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে, জেলায় জেলায় চূড়ান্ত ব্যস্ততা চলছে BLO দের। সাধারণ মানুষ ও যথেষ্ট তৎপর এই SIR নিয়ে, তবে এ নিয়ে ভিন্ন দলের ভিন্ন মত। SIR নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তৃণমূল বিজেপি তরজা। তবে এর যেমন বিরুদ্ধ মত রয়েছে, কারও কারও পরিবারে আবার SIR হয়ে উঠেছে আশীর্বাদের মতো। ঠিক যেমনটা হয়েছে, পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের গোবরান্দা গ্রামের একটি পরিবারের কাছে। ৩৭ বছর পর পরিবার ফিরে পেল বাড়ির বড় ছেলেকে!

Continues below advertisement

কীভাবে ঘটল এই অদ্ভুত কাজ? পরিবার সূত্রে জানা যাচ্ছে, পরিবারের ছোট ভাই প্রদীপ চক্রবর্তী ওই গ্রামের বুথ লেভেল অফিসার। এনুমারেশন ফর্মে তাঁর নাম ও মোবাইল নম্বর থাকায়, বিবেক চক্রবর্তীর ছেলে কলকাতা থেকে যোগাযোগ করেন ছোট ভাই প্রদীপের সঙ্গে। তবে ফোন করার আগে তিনি নাকি জানতেনই না যে BLO তাঁর নিজের ছোট কাকু! বি এল ও হিসাবে, প্রদীপের কাছে ২০০২ সালের তথ্য জানতে চায় বিবেকের পরিবার। আর তারপরেই ম্যাজিক। সেই তথ্যের সূত্র ধরেই দাদাকে খুঁজে পান প্রদীপ।

গোটা বিষয়টা বুঝতে পেতেই, নথি অনুযায়ী দেওয়া ফোন নম্বরে, ফোনে ২ ভাইয়ের যোগাযোগ হয়। নথি সংগ্রহের সূত্রেই, হারিয়ে যাওয়া ২ ভাইয়ের মধ্যে ফের কথা হল। গোটা ঘটনায়, পরিবারে খুশিরর হাওয়া। ৩৭ বছর পরে, দুই ভাই, প্রদীপ ও বিবেকের ফোনে কথা হয়। চক্রবর্তী পরিবার জুড়ে খুশির হাওয়া। যেখানে SIR বলতেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন বিভ্রান্তির ছবি, কোথাও আবার অভিযোগ উঠছে কাজের চাপে BLO-র মারা যাওয়ার, সেই সমস্ত নেতিবাচকতার মধ্যে, এই ছবি যেন খুশির। একটি পরিবারের খুশিতে সামিল গোটা গ্রাম। 

Continues below advertisement

অন্যদিকে, মেমারির পর মালবাজার, ফের কাজের চাপে BLO-র মৃত্য়ুর অভিযোগ উঠেছে। জলপাইগুড়ির মালবাজারে এক মহিলা BLO-র অস্বাভাবিক মৃত্য়ুর অভিযোগ উঠেছে। গোটা ঘটনায়, জলপাইগুড়ির জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের। কেন BLO-র মৃত্যু? জানতে চেয়ে রিপোর্ট চাইল কমিশন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ির পাশে গাছে উদ্ধার শান্তিমুনি ওরাওঁয়ের ঝুলন্ত দেহ। SIR-এর কাজ নিয়ে চাপে ছিলেন BLO, দাবি পরিবারের। মালবাজার বিধানসভার রাঙামাটি পঞ্চায়েতের ২০/১০১ বুথের BLO-র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত শান্তিমুনি ওরাওঁ পেশায় ICDS কর্মী।