নয়াদিল্লি: চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে একটা সময় ভারতীয় টেস্ট দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। কিন্তু সেই জমানা এখন গিয়েছে। পূজারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। অন্য়দিকে রাহানে নিজে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন জাতীয় দলে ফেরার। কিন্তু সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতিতে গৌতম গম্ভীরের কোচিংয়ে একেবারে খোলনলচেই বদলে গিয়েছে ভারতীয় টেস্ট দলের।

Continues below advertisement

শুভমন গিল এই মুহূর্তে টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন। তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, দলের ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনে খেলানো হচ্ছে ওয়াশিংটন সুন্দর। তরুণ অলরাউন্ডার যে পজিশনে খেলছেন, সেখানে আগে খেলতেন চেতেশ্বর পূজারা। যিনি টেস্ট স্পেশালিস্ট ব্যাটার হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। এই পজিশনেই আগে নামতেন রাহুল দ্রাবিড়ও। এই পরিস্থিতিতে সুন্দরকে খেলানো নিয়ে গম্ভীরকে সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে বারবার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিও মনে করেন এভাবে সুন্দরকে তিন নম্বর পজিশনে খেলানোয় তাঁর অলরাউন্ড ক্ষমতা নষ্ট হচ্ছে। 

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সুন্দর জানিয়েছেন, ''ওয়াশিংটন সুন্দরের ভূমিকা কী টেস্ট ক্রিকেটে? ও একজন বোলার যে ব্যাটিংটাও করতে পারে। কিন্তু আপনি ওকে তিন নম্বর স্লটে ব্যাটিং করতে পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি ওর মধ্য়ে এই বিষয়টা ঢোকাতে চাইছেন যে তুমি ব্যাটিংয়ে ফোকাস করো। যতক্ষণ তিন নম্বর পজিশনে ব্য়াটিংয়ের জন্য সময় দিচ্ছ, তার মানে তুমি তোমার বোলিং থেকে মন সরিয়ে নিয়েছ।''

Continues below advertisement

প্রোটিয়া শিবিরে এনগিডি

ইডেনে প্রোটিয়া দলের তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাডা পাঁজরের চোটের কারণে খেলতে পারেননি। তাঁকে ছাড়াই অবশ্য দল জয় পেয়েছিল। তবে Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে প্রোটিয়া শিবিরে ব্যাক আপ হিসাবে যোগ দিচ্ছেন লুঙ্গি এনগিদি। তাঁকে শেষবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রামধনুর দেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল

রাবাডা দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় টেস্টেও খেলতে না পারলে তা নিঃসন্দেহেই বড় ধাক্কা হবে। তবে ২০টি টেস্ট খেলা এনগিদির কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাঁকে অবশ্য ভারতীয় সফর বা এর আগে প্রোটিয়া দলের পাকিস্তান সফরে রাখা হয়নি। তবে রাবাডার চোট সংশয়ে তিনি প্রোটিয়া দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বলেই খবর পাওয়া যাচ্ছে।

এদিকে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ সময়ের আগেই মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। তবে শহরেই রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার গুরু গম্ভীরের নির্দেশে ইডেনে অনুশীলনেও নেমেছিলেন ভারতীয় তারকাদের একাংশ। তবে ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে ধারেকাছেও দেখা গেল না।