শিবাশিস মৌলিক, কলকাতা: SIR আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ২০ ডিসেম্বর তাহেরপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদি, বঙ্গ বিজেপিকে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। 

Continues below advertisement

আরও পড়ুন, ভবানীপুর থেকে বাদ পড়তে পারে ৪৪ হাজার ৭৮৫ জন ভোটারের নাম ! SIR-এ এখনও পর্যন্ত বাদের তালিকায় সাড়ে ৫৮ লক্ষ?

Continues below advertisement

প্রধানমন্ত্রীর দফতর থেকে বঙ্গ বিজেপিকে এই বার্তা জানানো হয়েছে, ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি। এক্ষেত্রে নদিয়াকে বেছে নেওয়া হয়েছে সভা করার জন্য। নদিয়ার তাহেরপুরে জনসভা করবেন বলে খবর। প্রাথমিকভাবে আজ রাজ্য বিজেপির নেতারা, তাঁরা গিয়েছিলেন মাঠ পরিদর্শন করতে।  

বিহার জয়ের পরই নরেন্দ্র মোদির টার্গেট পশ্চিমবঙ্গ। দিল্লিতে বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে বলেছিলেন, বিজেপি এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবেন। যে জঙ্গলরাজের প্রসঙ্গ তুলে লালুপ্রসাদ যাদবের দলকে বিদ্ধ করেছেন, এবার পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়েও সেই জঙ্গলরাজের প্রসঙ্গ টানলেন তিনি।প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেছিলেন, আমি পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে। তিনি বলেছিলেন এই জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে ভরপুর করে দিয়েছে। আর হ্য়াঁ, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়।