রানা সরকার, পূর্ব বর্ধমান : এসআইআর যেন নিত্যনতুন বিস্ময় নিয়ে আসছে সামনে। সাঙ্ঘাতিক রকমের বয়স বিভ্রান্তি ও সম্পর্কের সমীকরণে গরমিল উঠে এসেছে প্রায় সব জেলা থেকেই। এবার SIR-এর কাজের দৌলতে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে প্রকাশ্যে এল চাঞ্চল্য়কর তথ্য। এসআইআর এর সৌজন্যে পাওয়া তথ্য দেখে কপালে চোখ উঠেছে পরিবারের । এতো ভয়ানক বয়স - ভ্রান্তি। 

Continues below advertisement

ছয় বছর বয়সে ২ ছেলের বাবা! ৬৩ বছর বয়সী বাবার, ৫৯ এবং ৫৮ বছরের ছেলে!  বর্ধমানের মঙ্গলকোটে র স্থানীয় বাসিন্দা সরোজ মাঝির আসল ছেলে অনুপ মাঝির দাবি ,  তাঁর বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশের নাগরিক সাগর মাঝি এবং লক্ষ্মী মাঝি। SIR ফর্ম পূরণের সময় ধরা পড়ে বিষয়টি। 

আর এই ঘটনা প্রকাশ্য়ে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। আতঙ্কে রয়েছেন সরোজ মাঝি। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ২ বাংলাদেশের নাগরিক। তাঁদের দাবি, ২০০৬ সালে তাঁদের ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে বামেরা। 

Continues below advertisement

এর আগেও এমন ভ্রান্তির খবর এসেছে । যে বাবার চার ছেলে, তাঁর ছয় ছেলের খোঁজ মিলেছে। শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার নজের মিলেছে। এমনকী বাড়িওয়ালাকে বাবা বানিয়েও ভোটার তালিকায় নাম তোলার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলকোটের এই খবরটি ,তালিকায় নতুন সংযোজন। 

এনুমারেশন ফর্ম ফিলআপ শেষের ২৪ ঘণ্টার মধ্য়েই  সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য! জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্র থেকেই।  ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে! এই ভোটারদের তথ্য  যাচাই করা হবে। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য  যাচাই করবেন। তারপরও সন্দেহ থাকলে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। 

চোখ কপালে তোলার মতো তথ্য  সামনে এসেছে! নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে।  সাড়ে ১৩ লক্ষ ভোটারের মা-বাবা হিসেবে একই নাম এসেছে। এখানেই শেষ নয়! নির্বাচন কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য় অনুযায়ী, ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন বাবা হয়েছেন ১৫ বছরের কম বয়সে! ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ জন ভোটার তো আবার ঠাকুর্দা হয়ে গেছেন ৪০ বছরের কম বয়সে!