সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভগিনী নিবেদিতার স্বপ্ন পূরণ করতে উদ্যোগী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন। এবার বাগবাজারে তাঁর বাসভবনের পাশেই একটি অ্যাকাডেমিক কাম ওয়েলফেয়ার সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হল। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি ও মন্ত্রী শশী পাঁজা। 


ভগিনী নিবেদিতা যেমন মেয়েদের শিক্ষা প্রচারের স্কুল করেছিলেন। তেমনই তাঁর স্বপ্ন ছিল, আধুনিক শিক্ষার একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ এগোল সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন। মার্গারেট এলিজাবেথ নোবেল ১৮৯৮ সালে চলে আসেন ভারতে। স্বামী বিবেকানন্দ তাঁকে দীক্ষা দেন। তাঁর নতুন নাম হয় নিবেদিতা। মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য নিবেদিতা বাগবাজারে নিজের বাড়িতে একটি স্কুল খোলেন।


বাগবাজারের এই বাসভবন ইতিমধ্যেই সংস্কারের করা হয়েছে। এবার নিবেদিতার বাসভবনের পাশেই সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন উদ্যোগে অ্যাকাডেমিক কাম ওয়েলফেয়ার সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হল। সকালে বিশেষ পুজো ও হোম মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক শশী পাঁজা। ভগিনী নিবেদিতার স্বপ্নপূরণে আরও একধাপ এগোল সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন।