আজ থেকে আবহাওয়ার পরিবর্তন : একদিকে তাপপ্রবাহ পশ্চিমের জেলায়। অন্যদিকে আংশিক মেঘলা আকাশ কয়েকটি জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও ফের আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা। ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
জালে সিআইএসএফের ইন্সপেক্টর : গরুপাচার মামলায় বিএসএফের কমান্ডান্টের পর এবার কয়লাপাচার মামলায় গ্রেফতার সিআইএসএফের ইন্সপেক্টর। সিবিআইয়ের জালে ইসিএলের প্রাক্তন ডিরেক্টরও।
মাথারা কবে জালে? : ফের প্রমাণিত সর্ষের মধ্যেই ভূত। কয়লাপাচারকাণ্ডে সিআইএসএফ ইন্সপেক্টর ও প্রাক্তন ইসিএল কর্তার গ্রেফতারিতে সুর চড়াল তৃণমূল। সিবিআইয়ের নিরপেক্ষতার এটাই প্রমাণ, পাল্টা বিজেপি।
নাবালিকা-মৃত্যুতে সিট : কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠন হাইকোর্টের। থাকবেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ও কলকাতা পুলিশের স্পেশাল সিপি (১) দময়ন্তী সেন।
'সত্য সামনে আসা প্রয়োজন': পুলিশি তদন্তে ফের অনাস্থা। প্রচণ্ড চাপের মুখে কাজ করতে পারছে না পুলিশ, তাই সিট গঠন। সত্য সামনে আসা প্রয়োজন। সিটকে তদন্তে সাহায্য করবে রাজ্য, নির্দেশ হাইকোর্টের।
সিট-সংঘাত : ধামাচাপা দিতে চাইছিল পুলিশ, এবার সঠিক তদন্ত হবে, রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য বিরোধীদের। রাজ্যে আইপিএস কি কম পড়েছে? সিটের সদস্য নির্বাচন নিয়ে প্রশ্ন কুণালের।
হাইকোর্টে ধাক্কা রাজ্যের : হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদন খারিজ। ১৫ মে-র মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
৩ বছরের ডিপ্লোমায় চিকিৎসক ? : ঘাটতি মেটাতে ৫ বছরের ডিগ্রি কোর্সের পাশাপাশি ৩ বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এবার কি ডাক্তারিতেও সিভিক ব্যবস্থা ? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।
রামনবমী-অশান্তিতে ৬ মামলা: রামনবমী অশান্তিতে তদন্ত শুরু এনআইএ-র। শিবপুর-শ্রীরামপুর-ডালখোলায় অশান্তিতে ৬টি মামলা রুজু। প্রতিটি মামলায় যুক্ত বিস্ফোরক আইন।
মামলা-তরজা : সমাজবিরোধীদের হাতে বিস্ফোরক, উদাসীন রাজ্য, তাই এনআইএ, মন্তব্য বিজেপির। রুট কারা ভেঙেছিল, মুঙ্গের থেকে অস্ত্র কারা এনেছিল, তার তদন্ত হবে তো? প্রশ্ন তৃণমূলের।
হাইকোর্টের দ্বারস্থ অভিষেক : কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। মামলায় যুক্ত করার জন্যেও পৃথক আবেদন।
আরও পড়ুন :