Sitai News : 'নেতৃত্বের দ্বন্দ্বে জেলায় দলের বাতি নিভে গেছে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক

'এ রকম চলতে থাকলে, লোকসভা ভোটের ফল আগের মতোই হবে। গত লোকসভা ভোটের পর বিজেপির কেউ নয়, তৃণমূল কর্মীরাই আমার বাড়ি ভেঙেছিল'।

Continues below advertisement

কোচবিহার: দলীয় কোন্দল নিয়ে বিস্ফোরক সিতাইয়ের তৃণমূল বিধায়ক। 'নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের ফলে জেলায় দলের বাতি নিভে গেছে। এ রকম চলতে থাকলে, লোকসভা ভোটের ফল আগের মতোই হবে।গত লোকসভা ভোটের পর বিজেপির কেউ নয়, তৃণমূল কর্মীরাই আমার বাড়ি ভেঙেছিল। বিস্ফোরক সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। 

Continues below advertisement

পাঁশকুড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব: পাঁশকুড়ার সমবায় ভোটে তৃণমূলের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। এবার সেই বিবাদের জল গড়াল আদালতে। ভোটের ফলাফল ড্র হওয়ায় লটারির মাধ্যমে জয়ী হয়েছিল ব্লক সভাপতির গোষ্ঠী । পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হলেন পঞ্চায়েত উপপ্রধান। ২ সপ্তাহের মধ্যে রাজ্য সমবার কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। 

পাঁশকুড়া সমবায় নির্বাচনে জয়ী হওয়ার পরেও তৃণমূলের অন্দরের বিবাদের জেরে থমকে গেছে বোর্ড গঠন । পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা সমবায় সমিতির ৯টি আসনে আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছিল তৃণমূলের ২ গোষ্ঠী । নেতৃত্বের হস্তক্ষেপের পরেও ব্লক সভাপতি সুজিত রায় এবং মাইশোরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান স্বপন খাঁড়ার দেওয়া প্রার্থীরা আলাদাভাবে লড়াই করেন । এমনকী ভোট প্রচারে নেমে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে সরব হন দুই তৃণমূল নেতা।

স্বপন খাঁড়া, তৃণমূল নেতা ও উপপ্রধান, মাইশোরা গ্রাম পঞ্চায়েত- আমাদের ব্লক সভাপতি সুজিত রায় একটি প্য়ানেল তৈরি করেছে, যে প্যানেলে রয়েছে সিপিএমের সহিত জোট করে
৫ মার্চ পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা সমবায় সমিতির ভোটে তৃণমূলের ২ গোষ্ঠীর প্রার্থীরাই ৪টি করে আসনে জয়ী হন। রাধাবল্লভপুরে স্ট্য়াম্পের বদলে ফিঙ্গারপ্রিন্টে ভোট দেওয়ায় সেগুলি বাতিল করে দেন নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক। এরপর লটারির মাধ্যমে ওই আসনে জয়ী হয় ব্লক সভাপতি সুজিত রায়ের গোষ্ঠী। ভোটের ফলাফল দাঁড়ায় ৫-৪। ভোট বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। 

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে সমবায় সমিতির নির্বাচন ঘিরে তৃণমূলের ঘরোয়া কোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি।  ফিঙ্গারপ্রিন্টে মাধ্যমে দেওয়া ভোট বৈধ কি না, রাজ্য সমবায় কমিশনকে তা বিচার করে ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট। তার মধ্যেই রবিবার, শ্যামসুন্দরপুর পাটনা সমবায় থেকে ব্যালটবাক্স পাচারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়।একটি টোটোয় করে সমবায় থেকে ব্যালটবাক্স বের করে নিয়ে যেতে দেখা যায়। এনিয়ে পাঁশকুড়া থানায় অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। 

Continues below advertisement
Sponsored Links by Taboola