বিশাখাপত্তনম: প্রথম ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আগুনে বোলিং ও দুরন্ত ফিল্ডিংয়ে ভর করে পাঁচ উইকেটে জয় পেয়েছিল ভারত। কার্যত একই পথ অবলম্বন করে দ্বিতীয় ওয়ান ডেতে (IND vs AUS 2nd ODI) ভারতকে গুড়িয়ে সিরিজে সমতায় ফিরল অজি দল। ৩৯ ওভার বাকি থাকতে ১০ উইকেট হাতে রেখেই দাপুটে জয় পেল অজি বাহিনী। 


ফিল্ডিংয়ে বাজিমাত


ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে মিচেল স্টার্ক ও সন অ্যাবাট আগুন ঝরান। ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়ান ফিল্ডাররাও তাঁদের যোগ্য সঙ্গ দেন। স্টিভ স্মিথ (Steve Smith) দুই দুইটি অসাধারণ ক্যাচ ধরেন। স্মিথের ফিল্ডিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন থাকতে পারে না। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার স্মিথ। এদিন স্টার্কের বলেই তিনি স্লিপে এক দুরন্ত ক্যাচ ধরে রোহিত শর্মাকে সাজঘরে ফেরান। সেটাই শেষ নয়, স্লিপে কয়েক ওভার পরেই সেই স্টার্কের বলেই নিজের ডানগিকে বাজপাখির মতো ছো মেরে আরও একটি অনবদ্য ক্যাচে হার্দিক পাণ্ড্যকে ফেরান স্মিথ।


 






দুরন্ত রিফ্লেক্স


প্রথম ক্যাচটি যেখানে স্মিথের রিফ্লেক্সের পরিচয়বাহক, দ্বিতীয় ক্যাচটি সেখানে রিফ্লেক্সের পাশাপাশি স্মিথের ফিটনেসেরও পরিচয়বাহক। দুরন্ত বোলিং ও ফিল্ডিংয়ে ভর করে ভারতকে মাত্র ১১৭ রানেই অল আউট করে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ১১ ওভারেই প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৫১ মিচেল মার্শ ৬৬ রানে অপরাজিত থাকেন। 


জার্সি উন্মোচন


ইতিমধ্যেই আইপিএলের (IPL 2023) দামামা বেজে গিয়েছে। ধীরে ধীরে চড়ছে উত্তেজনার পারদ। ৩১ মার্চ গুজরাত জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচের মাধ্যমে শুরু হতে চলেছে এ বারের আইপিএল মরসুম। ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলি একটু একটু করে আসন্ন মরসুমের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এরই মাঝে আজ, রবিবার, ১৯ মার্চ আসন্ন মরসুমের জন্য নতুন জার্সি প্রকাশ্য়ে আনল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। 









রাজধানীর ফ্রাঞ্চাইজি নিজেদের জার্সিতে নীল ও লাল দুই ধরনের রং রয়েছে। গত মরসুমেও দিল্লির জার্সিতে এই রঙয়েরই প্রাধান্য ছিল। তবে গত মরসুম জার্সি থেকে এ মরসুমের জার্সির ডিজাইন কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের। দিল্লি ক্যাপিটালসের তরফে তাঁদের সোশ্যাল মিডিয়া মারফত সেই জার্সি সকলের সামনে আনা হয়। ১ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের মরসুম শুরু করবে ক্যাপিটালস। গুজরাতের বিরুদ্ধে ৪ এপ্রিল প্রথমবার ঘরের মাঠে নামবে ক্যাপিটালস। 









আরও পড়ুন: ডিভিলিয়ার্স, গেলকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল আরসিবি