কলকাতা: ছাব্বিশের ভোটের আগে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই কাদা ছোড়ার খেলায় মেতেছে। প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধে আঙুল তুলে বলেছে, 'ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হোক।' এহেন পরিস্থিতিতে ভবানীপুরের শীতলামন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বললেন, 'ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম মানুষকে আপন করে নেয়, কাউকে ছিনিয়ে নেয় না।'
আরও পড়ুন, এবার সিঙ্গাপুরে গিয়ে পাকিস্তানকে তুলোধনা অভিষেকের, অগ্রাধিকার জাতীয় স্বার্থকেই
তিনি এদিন বলেন, 'সকলকে আগাম মা শীতলার পুজোর অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি, শীতলা পুজোয় সকলে পান্তা ভাত খায়। আমি জানি না, আপনাদের এলাকায় কী সিস্টেম ? কিন্তু সব পাড়ায় পাড়ায় শীতলা পুজো কিন্তু হয়। এমন কোনও এলাকা নেই, যেখানে এই শীতলা পুজো হয় না। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হয়। আমি যে পাড়াটায় থাকি, সেখানেও ছোটবেলা থেকে শীতলা পুজো হয়। আমি জানি। কারণ সেদিন আমাদের বাড়িতে রান্না হয় না। আগের দিন রান্না করে রাখে। ..মা সকলকে ঠান্ডা রাখেন। শান্ত রাখেন। সুস্থ রাখেন। মা সকলকে ব্যাধি থেকে নিরোগ করেন। তাই মা শীতলার নামটার সঙ্গে এমন কোনও পাড়া নেই, যারা পরিচিত নন। তিনি আরও বলেন, 'আমাকে এই মন্দিরটি খুব আকর্ষণ করে। আমি মাঝে মাঝেই সুযোগ পেলে চলে আসি।'