সুনীত হালদার, হাওড়া : বেজে গেছে লোকসভা ভোটের দামামা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় পুলিশ-প্রশাসন। এই আবহে এবার হাওড়া স্টেশনে বিপুল টাকা-সহ রাজধানী এক্সপ্রেসের ছয় জন যাত্রীকে গ্রেফতার করা হল। বাজেয়াপ্ত করা হয় ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা।


ডাউন নিউ দিল্লি হাওড়া-রাজধানী এক্সপ্রেসে জিআরপি আধিকারিকরা তল্লাশি চালিয়ে ওই ছয় সন্দেহজভাজন যাত্রীকে গ্রেফতার করেন। তাঁদের কাছ থেকে ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। লোকসভা ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা নিয়ে তাঁরা কোথা থেকে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। এই ঘটনায় ধৃত দুই জন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা ও চারজন লখনউয়ের বাসিন্দা। তাঁরা রাজধানী এক্সপ্রেসে চেপে কলকাতা আসছিলেন। ধৃতদের নাম - বিশ্বনাথ জানা (৩৮ ), সৌমেন জানা(২৯), সৈয়দ আসিফ (৫৩), জিসান খান মিরাজ (৩৪), মুদিত রাষ্ট্রগী (৪২ ), মোহম্মদ দানের (২৯)। এদের মধ্যে দু'জন বিশ্বনাথ জানা ও সৌমেন জানা পাঁশকুড়ার বাসিন্দা।


গতকাল সকালে হাওড়া স্টেশনে জিআরপি আধিকারিকরা তল্লাশি চালানোর সময় তাঁদের ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন। তাঁদের কাছে এত টাকার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে কোনওরকম কাগজপত্র দেখাতে পারেননি। তাঁরা দাবি করেন, ব্যবসার উদ্দেশ্যে কলকাতায় আসছিলেন। কোনও সদুত্তর না পেয়ে জিআরপি আধিকারিকরা ৬ জনকে গ্রেফতার করেন। তাঁদের হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন। কিছুদিন আগে ৫০ লক্ষ টাকা-সহ এক যাত্রীকে আসানসোল থেকে গ্রেফতার করে আরপিএফ। ভোটের আগে এত বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 


গত ফ্রেব্রুয়ারি মাসেই বিপুল পরিমাণ সোনা (gold recovery) উদ্ধার হল হাওড়া স্টেশন (howrah Station) থেকে। ঘটনায় এক জনকে পাকড়াও করে আয়কর বিভাগ। উদ্ধার হওয়া সোনার পরিমাণ ছিল ২ কিলোগ্রাম ৬৮০ গ্রাম। বাজারমূল্য় ১ কোটি ৩৭ লক্ষ টাকা।


বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে এক ব্য়ক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ জওয়ানরা। আরপিএফ সূত্রে খবর, ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। আরও জানা যায়, ওই সোনার কোনও বৈধ কাগজপত্র ছিল না। ওজন করলে দেখা যায়, ২ কেজি ৬৮০ গ্রাম সোনা রয়েছে, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তির নাম বিভাস আদক। বয়স ৪২ বছর। বাড়ি হাওড়ার জয়পুরে। এই ধরনের ঘটনা যে হাওড়া স্টেশনে অতীতে ঘটেছে, তা মনে করাচ্ছেন অনেকেই।