সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শহিদ মিনারে (Shaheed Minar) এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seeker) অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের (Kolkata Police) সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। প্রসঙ্গত, এই অবস্থান তুলতে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশ। কিন্তু তারপরেও অবস্থান না ওঠায় জোর করে, চুলের মুঠি ধরে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিশ। এরপর চ্যাংদোলা করে তাঁদের নিয়ে যাওয়া হল লালবাজার (Lalbazar) সেন্ট্রাল লক আপে।
কী ঘটেছে?
SSC’র নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই যখন তৎপর, তখন আন্দোলনারী চাকরিপ্রার্থীদের শহিদ মিনার চত্বর থেকে সরাতে তৎপর হয়ে উঠল পুলিশ। যাকে কেন্দ্র করে কার্যত খণ্ডযুদ্ধের মতো পরিস্থিতির সাক্ষী থাকল শহিদ মিনার চত্বর। শহিদ মিনারের কাছে ৭০ দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিলেন এই SLST চাকরিপ্রার্থীরা।
তাঁদের দাবি ছিল, নিয়োগপত্র হাতে না পাওয়া অবধি অবস্থান চলবে। কিন্তু, বৃহস্পতিবার পুলিশের তরফে, তাঁদের হাতে দু’পাতার নোটিস ধরিয়ে, বিকেলের মধ্যে এই জায়গা খালি করে দিতে বলা হয়। তাতেও আন্দোলনকারীরা অবস্থান থেকে নড়েননি। এরপরই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিরাট পুলিশ বাহিনী সেখানে পৌঁছোয়।
আরও পড়ুন, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
আন্দোলনকারীদের কী দাবি?
আন্দোলনকারীদের প্রথমে সরে যেতে বলা হয়। তাঁরা রাজি না হলে, পুলিশ চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের পুলিশ ভ্যানে তুলতে শুরু করে। যদিও এই আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন এমনটাই জানিয়ে দেন আন্দোলনকারীরা। প্রিজন ভ্যানে উঠতে উঠতেই জানিয়ে দেন, "যতক্ষণ না কাউন্সেলিং হচ্ছে, আমরা উঠব না। প্রয়োজনে আমাদের আমাদের লাশ যাবে। থানায় নিয়ে যাচ্ছে তো, আবার থানা থেকে ঘুরে আসব এখানেই।"
প্রসঙ্গত, ৭০ দিন ধরে এই জায়গাতেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। প্লাস্টিকের ছাউনি বানিয়ে, মাটিতে প্লাস্টিক পেতে তাঁরে এই জায়গায় বসে থাকতেন। আন্দোলনকারীদের সরানোর পর সেই সব জিনিসপত্রও গুটিয়ে পুলিশ ভ্যানে তুলে দেওয়া হয়।
আরেক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, "এতদিন ধরে বসে আছি। অথচ হঠাৎ আজকেই বলছে রাতে থাকা না কি সেফ নয়। আজ সরকার কেন অত্যাচার করছে? কেন পুলিশি অত্যাচার চলছে আমাদের ওপর।" প্রায় পঞ্চাশজন আন্দোলনকারীকে চার-পাঁচটি পুলিশ ভ্যানে তুলে লালবাজারের সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয়।