সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : 'বাংলার মুখ্যমন্ত্রীর হাত আমার মাথার উপর আছে। আর কার আছে না আছে বলতে পারব না। অভিষেকের ( Abhishek Banerjee) অফিসে ঢুকতে দেওয়া হয় না। কথা হয় না। দেখা হয় না।' নিয়োগ দুর্নীতি মামলায়, বাড়িতে CBI তল্লাশি চালানোর পরই, শনিবার এই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।


' অফিসের বসের সঙ্গেও চাইলে দেখা করতে পারব? '


বিবার যার জবাব দিতে গিয়ে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' এটা কোনও কথা হল, অভিষেকের অফিসে গেলেই কি দেখা পাওয়া যাবে, রাজনীতির কথা ছেড়েই দিলাম, আমি আমার অফিসের বসের সঙ্গেও চাইলে দেখা করতে পারব? এই কথাগুলিই তো সন্দেহের সৃষ্টি করে যে, ডাল মে কুচ কালা হ্যয়। ওঁর যখন সবার বিরুদ্ধে অভিযোগ, ওঁরই আত্মসমালোচনা করে দেখা উচিত, নিজের কী সমস্যা আছে। '


শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ধরে বিধায়কের বাড়িতে তল্লাশি চালায় CBI।  কিন্তু, তারপর থেকে দলের শীর্ষ নেতৃত্বের কেউ যোগাযোগ করেনি বলে দাবি করেছেন তাপস। তিনি বলেন, ' দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার এই বিপদের দিনে অন্যভাবে সহযোগিতা করতে না পারলেও, কথার মাধ্যমে সহযোগিতা করুক। কিন্তু আমি পাইনি। সেই হিসাবে কোন সহযোগিতা পাইনি।' 


দলটা শুধু মন্ত্রী হওয়ার জন্য করি না : শোভনদেব


তাৎপর্যপূর্ণ বিষয় হল, তাপসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, নিজের আক্ষেপ ও উপলব্ধির কথা শোনা গেল মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandeb Chattopadhyay) গলায়। মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, ' আমি দলের প্রথম বিধায়ক, কিন্তু প্রথম ক্যাবিনেটে জায়গা পাইনি। কোথাও প্রকাশ্যে বলিনি দলে আমি অবহেলিত। এটা উপলব্ধির ব্যাপার। দলটা শুধু মন্ত্রী হওয়ার জন্য করি না। তাই সেদিন অবহেলা বলে মনে করিনি।' 


 আই এম মদন মিত্র অফ তৃণমূল কংগ্রেস : মদন


তৃণমূলের আরেক হেভিওয়েট বিধায়ক মদন মিত্র আবার নিজের বন্দিদশার কথা স্মরণ করিয়েছেন তাপসকে। তিনি বলেন, '  তাপস সাহা নয়, আমি সমস্ত এম এলকেই বলবো এত অল্পে উত্তেজিত হবেন না। আমি মদন মিত্র, আমি ২৩ মাস কাস্টাডিতে ছিলাম। আমার বাড়ি রেড হয়নি, আমার ব্যাংক রেড হয়নি আমার ফ্যামিলির কাউকে ডাকেনি।'


 CBI তল্লাশির পর  তাপস সাহা বলেন, ' আমার কাউকে প্রয়োজন নেই, দলের আমাকে প্রয়োজন। আমি দল ছাড়ব না, তৃণমূল কংগ্রেস করব এবং আমি বুঝে নেব।' 


এই মন্তব্য প্রসঙ্গে মদন বলেন, 'আমার মন্ত্রিত্ব লাগে না আমার লাল আলো লাগে না আমার ক্ষমতা লাগে না আমার মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে ফোকাসে আনা ছবির দরকার পড়ে না তারপরেও আমি মদন মিত্র। তার একটাই কারণ ইয়েস আই এম মদন মিত্র অফ তৃণমূল কংগ্রেস।'  


তাপসের বাড়িতে মহাভোজের আসর!


এদিকে CBI-এর তল্লাশির পর, শনিবার রাতেই তাপস সাহার বাড়িতে বসেছিল মহাভোজের আসর! মেনুতে ছিল ভাত, ডাল, আলুর চিপস ও খাসির মাংস। তেহট্টের বিধায়কের দাবি, এই ভোজের আয়োজন করেছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরাই। এমনকী বিধায়ককেও দেখা যায় খাবার পরিবেশন করতে।