সৌভিক মজুমদার, কলকাতা: সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে এবার হাইকোর্টের (High Court) দ্বারস্থ নিউটাউনের (New Town) রেস্তোরাঁ মালিক। 'হুমকির মুখে পড়তে হচ্ছে আনিসুল আলম ও তাঁর পরিবারকে', অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন।
সোহমের বিরুদ্ধে হাইকোর্টে নিউটাউনের রেস্তোরাঁ মালিক
সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক। হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে আবেদন জানান তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
রেস্তোরাঁ মালিক এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গোটা ঘটনায় মাননীয় বিচারপতি অমৃতা সিন্হার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রেস্তোরাঁ মালিকের অভিযোগ যেভাবে অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী তাঁদের ওপর চড়াও হন, সেই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁর নিরাপত্তার দিক খতিয়ে দেখতে উপযুক্ত নির্দেশের আবেদন জানিয়েছেন তিনি হাইকোর্টে। এছাড়াও নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্তের আর্জি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
ফের বিতর্কে সোহম চক্রবর্তী
অন্যদিকে সোহমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শঙ্কুদেব পণ্ডা। ভোটের সময় বিজেপি কর্মীদের গ্রেফতার করানো ও মারধরের চক্রান্ত করেছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, মঙ্গলবার একটি অডিও পোস্ট করে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর দাবি, অডিওতে তৃণমূল বিধায়ক ও তাঁর প্রাক্তন পিএ-র কথোপকথন রয়েছে। যদিও, সোহমের ঘনিষ্ঠ মহলের দাবি, ওই ব্য়ক্তি কোনওদিনই সোহমের পিএ ছিলেন না।
অন্যদিকে নিউটাউনের রেস্তোরাঁয় ধুন্ধুমারের ঘটনার তোলপাড় রাজ্য-রাজনীতিও। রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীর পাশে দাঁড়িয়েও, এক ঘণ্টায় ডিগবাজি খেলেন মদন মিত্র। প্রথমে তিনি সোহমকে 'ভাল মানুষ' বলে সার্টিফিকেট দেন। যদিও, একঘণ্টার মধ্য়েই ডিগবাজি খেয়ে বলেন 'ভুলের পর ভুল করলে মানুষ তাঁকে ক্ষমা করে না'। রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সমালোচনা করছেন তৃণমূল সাংসদ দেব। এর আগেও একাধিক ক্ষেত্রে তাঁকে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট জানাতে দেখা গেছে। খেলা হবে স্লোগান থেকে বিরোধীদের গদ্দার বলে আক্রমণ নিয়ে নিজের আপত্তির কথা সাফ জানিয়েছেন ঘাটালের তিনবারের তৃণমূল সাংসদ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।