ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ধুন্ধুমার বীরভূমের (Birbhum) রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল (Rampurhat Medical College Hospital)। রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম হাসপাতাল চত্বরে। হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখালেন মৃতার আত্মীয়রা। ঠিক কী ঘটে? (Hospital Chaos)


রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে


রোগী মৃত্যুকে কেন্দ্র করে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তুলকালাম। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। মৃতের নাম সাবিনা বিবি।                               


ঠিক কী ঘটেছে? সোমবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রামপুরহাটের বাসিন্দা ২৭ বছরের গৃহবধূ। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। রামপুরহাট থানার পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই বিষয়ে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                                  


আরও পড়ুন: Jamaisasthi Market Price: জামাইষষ্ঠীর সকালে আগুন বাজার দর, দাম বেড়েছে মাছ-ফলের, কত করে বিকোচ্ছে ইলিশ?


এর আগেও ঘটে একাধিক ঘটনা ঘটে


চলতি বছরের শুরুতেই কলকাতায় চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। টনসিল অপারেশনের পর রোগিণীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে কলকাতায়। বাগুইআটির অ্যাপেক্স নার্সিংহোমে গেট আটকে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। পরিবারের দাবি, দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা ১৯ বছরের মীনাক্ষী বৈরাগী সরকার গলা ব্যথার সমস্যা নিয়ে গত ২৫ জানুয়ারি নার্সিংহোমে ভর্তি হন। অভিযোগ, তার আগের দিন টনসিল অপারেশনের পরে রোগিণীর অবস্থা খারাপ হতে শুরু করে। রাতে ICU-তে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। সল্টলেকে সেক্টর 3-র GC ব্লকের বাড়িতে সত্তরোর্ধ্ব মহিলার রহস্যমৃত্যু। মৃতের নাম মন্দিরা মিত্র। শৌচাগারের কাছে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ। মহিলার গলায় কাটার দাগ এবং পাশে মিলেছে রক্তমাখা ছুরি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।