TET: কোথাও বায়োমেট্রিক, কোথাও অ্যাডিমিট কার্ড বিভ্রাট! ৫ বছর পরেও নির্বিঘ্নে হল না টেট

বিভ্রাটের অভিযোগ উড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষার দাবি পর্ষদ সভাপতির। পরীক্ষা বানচাল করতে বিরোধীদের চক্রান্তের বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রীর। 

Continues below advertisement

কলকাতা: ৫ বছর পরে টেট, তাও হল না নির্বিঘ্নে। কোথাও পরীক্ষা শেষের পরে বায়োমেট্রিক, কোথাও অ্যাডিমিট কার্ড বিভ্রাট! দিনভর টেট নিয়ে পরীক্ষার্থীদের চূড়ান্ত ভোগান্তি। বিভ্রাটের অভিযোগ উড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষার দাবি পর্ষদ সভাপতির। পরীক্ষা বানচাল করতে বিরোধীদের চক্রান্তের বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রীর। 

Continues below advertisement

শিক্ষক নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোলের আবহে রবিবার হয়ে গেল প্রাথমিকের টেট। এবারই প্রথম OMR শিটের একটি কপি হাতে পেলেন পরীক্ষার্থীরা। পাশাপাশি কন্ট্রোল রুম থেকে গোটা পরীক্ষা ব্যবস্থার ওপর নজরদারি চালাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আশঙ্কাপ্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি। বলেছিলেন, পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আজ TET নিয়ে শিক্ষামন্ত্রী বললেন, পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই। এই অবস্থায়, পর্ষদ সভাপতির আশঙ্কাপ্রকাশ নিয়ে কটাক্ষ করেছে বিরোধিরা।

তবে নির্বিঘ্নে হল না কিছুই। টেট শুরুর আগে বহরমপুরে যানজটের কবলে পড়লেন বহু পরীক্ষার্থী। কয়েক কিলোমিটার হেঁটে পরীক্ষা কেন্দ্রে যান বেশ কয়েকজন। গাড়িতে আটকে পড়েন ইনভিজিলেটররাও। অন্যদিকে বাঁকুড়ায় প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি।

নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই শেষ হল প্রাথমিকের টেট। তবে ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি না মেলায় সমস্যায় পড়লেন বহু পরীক্ষার্থী। বোলপুরে পথ অবরোধ করলেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে ব্যাগ নিয়ে ঢুকতে গিয়ে হিন্দু স্কুলেও বাধা মুখে পড়েন পরীক্ষার্থীরা। পরে দুই স্কুলেই সিদ্ধান্ত বদল করে কর্তৃপক্ষ।

TET-এ বায়োমেট্রিক নিয়ে উঠল একাধিক অভিযোগ। তুমুল উত্তেজনা ছড়াল কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশনে। বায়োমেট্রিকের অপেক্ষায় থেকে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। সুতির একটি কলেজেও হয়নি বায়োমেট্রিক। যদিও রেজাল্টে এর কোনও প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি। 

TET শেষ হলেও, বায়োমেট্রিক নিয়ে থেকে গেল নানা অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। শহরের পাশাপাশি জেলাতেও দেখা দিল সমস্যা

তীর্থপতি ইনস্টিটিউশনে বায়োমেট্রিক সমস্যা। অসুস্থ হয়ে পড়লেন পরীক্ষার্থী। সুতির কলেজে হল না বায়োমেট্রিক।  স্বচ্ছতা বজায় রাখতে, এবার প্রত্যেক TET পরীক্ষার্থীর বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

কিন্তু, রবিবার দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে, পরীক্ষা শুরুর আগে কয়েকজনের বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের পর সমস্যা দেখা দেয়। তাঁদের জানানো হয়, পরীক্ষা শেষে বাকিদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। কিন্তু, দুপুর আড়াইটায় পরীক্ষা শেষের পর দেখা যায় বায়োমেট্রিক কিট নেই। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। 

শুভেন্দু অধিকারীর প্রশ্নফাঁস-অভিযোগের জবাবে পরীক্ষা বানচালের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী। বললেন, বিরোধীদের একাংশ চক্রান্ত করছে। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।

Continues below advertisement
Sponsored Links by Taboola