আবির দত্ত, কলকাতা: ফের দুর্ঘটনা (accident) শহরে। টেট পরীক্ষা চলাকালীনই শিয়ালদায় (sealdaha) টাকি বয়েজ-র সামনে বেপরোয়া গাড়ির (reckless car) দৌরাত্ম্যের অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, পর পর বাইক (motorbike) ও অন্য একটি গাড়িকে (car) ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি। জখম (injury) বাইক-আরোহী, দুর্ঘটনার আকস্মিকতা এখনও সামলে উঠতে পারেননি আরও এক জন।


যা জানা গেল...
প্রত্যক্ষদর্শীরা জানালেন, হঠাতই বিকট শব্দ শুনে তাঁরা খেয়াল করেন, বাইক ও তার পরে একটি গাড়িতে ধাক্কা মেরেছে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি। পুলিশ ইতিমধ্যে ওই গাড়িটিকে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানালেন, এক বাইক-আরোহীর পায়ে চোট লেগেছে। তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়ে। কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা? যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনি কী পরিস্থিতিতে ছিলেন? খতিয়ে দেখছে পুলিশ। হালেই চিংড়িঘাটার মোড়ে ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থেকেছে মহানগর।তার পর কয়েকদিনও কাটল না। ফের শিয়ালদায় দুর্ঘটনা।


বিপদের নাম চিংড়িঘাটা?
 দুদিন আগেই চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়ে মহিলার মৃত্যু হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Chittaranjan National Medical College) হাসপাতালে। মৃতের নাম খুকু গায়েন। বছর সাতচল্লিশের মহিলা পূর্ব মেদিনীপুরের (East Midnapur) খেজুরির বাসিন্দা। মৃতের ছেলে জানিয়েছেন,  পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফিরছিলেন। চিংড়িঘাটা মোড়ে রাস্তা পেরোতে গিয়ে লাল রঙের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে।  হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়। চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ি পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত ৮ জনের মধ্যে এই মুহূর্তে ৩ জন এসএসকেএম ও একজন পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি। ওই ঘটনায় গাড়ি চালককে আগেই গ্রেফতার করে পুলিশ। চিংড়িঘাটায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। দুই পুলিশ কর্মী-সহ ৮ জন আহত হন। কয়েকজনের আঘাত গুরুতর। নিক্কো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত সিভিক ভলান্টিয়ার ও পথচারীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ঘটনাচক্রে এদিন ফের চিংড়িঘাটায় মেট্রোর নির্মীয়মাণ পিলারে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। দুর্ঘটনায় জখম ৪ আরোহীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গাড়িচালকের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই দুর্ঘটনা শিয়ালদায়।


আরও পড়ুন:অন্যায় হয়ে থাকলে প্রতিকারের চেষ্টা করছি, অতীত নয়, ভবিষ্যৎ দেখুন, টেট নিয়ে বার্তা ব্রাত্যর