রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : সোনারপুর: সোনারপুরে কুপিয়ে মোবাইল ছিনতাই, পুলিশের জালে ২ নাবালক। বাইক থামিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা। বাধা দেওয়ায় অ্যাপ বাইক চালককে কোপ। সোনারপুরের মালঞ্চ এলাকায় ছিনতাইয়ের ঘটনা। হাত দেখিয়ে বাইক থামায় দুই কিশোর, দাবি বাইক চালকের। এলোপাথাড়ি তাঁকে কুপিয়ে, মোবাইল ফোন ছিনতাই করে চম্পট। ২ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। 

মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় অ্যাপ বাইক চালককে চপারের এলোপাথাড়ি কোপ মেরে ধরা পড়লো দুই নাবালক। তাদের গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। রাত তখন দেড়টা, এক অ্যাপ বাইক চালক বাড়ি ফিরছিলেন। গড়িয়া-বারুইপুর রোডের কুলপি রোডের মালঞ্চ থেকে মল্লিকপুরের রাস্তায় ঢুকেছিলেন সবে। সোনারপুর ও বারুইপুর থানার সীমান্তে সরকার মোড়ের কাছে অন্ধকার জায়গাতে হঠাৎ দু'জন ওই অ্যাপ বাইক চালকের বাইকের সামনে এসে দাঁড়ায়।    

অ্যাপ বাইক চালক গাড়ি ধীর গতিতে করতেই, ওই দু'জন তাঁর গাড়ির হ্যান্ডেল ধরে নেয় বলে দাবি করেছেন যুবক। এরপর বাইক চালকের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে ওই ২ জন। বাইক চালক বাধা দিলে, তখনই তার শরীরের একাধিক জায়গায় চপার দিয়ে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে দুই ছিনতাইবাজ। তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ওই অ্যাপ বাইক চালক। ততক্ষণে মোবাইল ছিনিয়ে দু'জন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত হলেও দমেননি ওই অ্যাপ বাইক চালক। চিৎকার করতে করতে ওই দু'জনের পিছনে বাইক নিয়ে ধাওয়া করেন তিনি। 

সেই সময় স্থানীয় কয়েকজন চিৎকার শুনে রাস্তায় বেরিয়ে এসে ওই দু'জন ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় অ্যাপ বাইক চালককে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পাশাপাশি স্থানীয়রা দুই ছিনতাইবাজকে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে এই দুই ছিনতাইবাজ নাবালক। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে। সেবারেও এই নাবালক ধারাল অস্ত্র দিয়ে আরেকজনকে কোপানোর অভিযোগ উঠেছিল। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুই নাবালকের কীর্তিতে কার্যত আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আহত অ্যাপ বাইক চালকও এই গোটা ঘটনায় যথেষ্ট আকস্মিকতায় রয়েছেন।