কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পার্থ বিড়ম্বনা, অনুব্রত-মানিক নয়। চাঞ্চল্যকর মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy)। তাঁর কথায়, “পার্থর ক্ষেত্রে খোলাখুলি টাকা পাওয়া গিয়েছে  সবাই দেখেছে। তারপর দল চুপ থাকতে পারে না। মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) থেকে টাকা পাওয়া যায়নি। অনুব্রতর ক্ষেত্রেও নথি পাওয়া গেছে, টাকা পাওয়া যায়নি।” চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।


চাঞ্চল্যকর মন্তব্য সৌগত রায়ের: নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার মামলায় তোলপাড় রাজ্য। এই প্রেক্ষিতে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস একাধিকবার জানিয়েছে, দুর্নীতির ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স নীতি। যার অর্থ, যারা দুর্নীতিতে যুক্ত থাকবে তাদের পাশে থাকবে না দল। এদিন দলের অবস্থান স্পষ্ট করে দিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। পার্থ চট্টোপাধ্যায় অনু্ব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। দুর্নীতির বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ক্ষেত্রে যতটা নেতিবাচক, মানিক ভট্টাচার্য ও অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ততটা নেতিবাচক নয়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা তো দূরের কথা বরং তাঁর পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি।


ঠিক কী বললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ? এদিন তৃণমূল সাংসদ বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে টাকার হদিশ মিলেছে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত করেও স্তুপাকারে টাকা পাওয়া যায়নি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি প্রমাণ সাপেক্ষ। তাই দল অপেক্ষা করছে। অনুব্রতর ক্ষেত্রেও একই। কাগজ পত্র কী পেয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু খোলাখুলি কোনও টাকা পাওয়া যায়নি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেলেও কিন্তু তা প্রমাণিত হয়নি। পার্থ চট্টোপাধ্যায় অনু্ব্রত মণ্ডল এবং মানিক ভট্টাচার্যের তুলনায় বিড়ম্বনার কারণ।’’


তৃণমূল সাংসদের এই মন্তব্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “অর্থাৎ তৃণমূলের নেতারাই মানুষের বিড়ম্বনার কারণ। এটা সৌগত রায় বুঝতে পারবেন না। কারণ হাতে হাতে টাকা নিয়ে উনিও থ্যাঙ্ক ইউ বলেছেন।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “সৌগত রায় নিজেই তৃণমূল দলের বিড়ম্বনা। ওঁকে হাতে টাকা নিতে দেখা গিয়েছিল।’’ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ওঁর একটু বিশ্রামের প্রয়োজন।’’


আরও পড়ুন: Howrah News: হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল