সুনীত হালদার, হাওড়া: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বোমা ফেটে শিশু মৃত্যুর পরদিনই, হাওড়ার (Howrah) টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক। দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল।


টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক: রেল সূত্রে খবর, সকাল সোয়া ১০টা নাগাদ জলেশ্বর লোকাল টিকিয়াপাড়া স্টেশনে ঢোকার সময়, রেললাইনের ধারে সুতলি বাঁধা বস্তু পড়ে থাকতে দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ছুটে আসে আরপিএফ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, পটকাজাতীয় কিছু পড়ে থাকাতেই সন্দেহ হয় যাত্রীদের। আধঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা। 


দিনকয়েক আগে বর্ধমানের খানা জংশনে রেল অবরোধ হয়। লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে চলছে অবরোধ। এই অবরোধের কারণে আটকে পড়েছে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, রামপুরহাট থেকে যে ট্রেনগুলো বর্ধমানে আসে। সেগুলো খানা স্টেশনে দীর্ঘদিন ধরে দাঁড় করিয়ে রাখা হয়। ওই লোকাল ট্রেনগুলিতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। ওই ট্রেনগুলিতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। লোকালগুলিকে দাঁড় করিয়ে রাখা হয় বলে স্থানীয় বাসিন্দাদের কাজে যেতে দেরি হয়ে যায় বলে অভিযোগ। তাঁদের দাবি, লোকালগুলিকে দাঁড় করিয়ে রেখে দূরপাল্লার ট্রেনগুলিকে পার করিয়ে দেওয়া হয়। এদিনও সেরকম ঘটনা ঘটে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।  


ঘটনার দিন বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় একটি লোকালকে। তখনই খবর আসে যে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস আসছে ওই স্টেশনে। তখনই রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে। পরিস্থিতি সামলাতে চলে আসেন রেলকর্মীরা। তাঁরা কথা বলা শুরু করেন। অবশেষে ঘণ্টাখানেক পরে ওঠে অবরোধ। 


আরও পড়ুন: Bankura News: একইদিনে বাঁকুড়ার তিনটি কালী মন্দিরে চুরি, খোয়া গেল ২০ লক্ষ টাকার গয়না