হাওড়া: পয়গম্বর-বিতর্কে হাওড়ায় বিক্ষোভ-অবরোধের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শা-কে চিঠি লিখলেন সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির সহ সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন, হাওড়ার একাধিক এলাকায় কার্ফু জারি করা হয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।


 






পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলায় (Panchla) আজ দফায় দফায় উত্তেজনা। অভিযোগ, প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা অভিযোগ ওঠে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। 


আর হাওড়ার এই সার্বিক ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ (Political Tussel)! হাওড়ায় (Howrah) তাণ্ডবের ঘটনায় বিজেপি-কে কাঠগড়ায় তুলে ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, আগেও বলেছি, দু’ দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?


মুখ্যমন্ত্রীর ট্যুইটকে রিট্যুইট করে পাল্টা শুভেন্দু অধিকারী লেখেন, ছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি! কেন মিছে ধমক দিচ্ছেন! সবে কিছু দোকানপাট লুটেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোমা ছুড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে। আপনিই তো বলেন ‘‘...লাথি খেতে হয়’’


বিজেপি কোনও পাপ করেনি, আপনার পাপের ফল আজ ভুগতে হচ্ছে জনগণকে। এরই মধ্যে হাওড়ায় তাণ্ডবের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।