সুনীত হালদার, হাওড়া : দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্য ঘিরে হাওড়ার পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে ২ দিন ধরে চলছে তাণ্ডব। অশান্তি যেন থামতেই চাইছে না। বিভিন্ন এলাকায় বাড়ানো হল ১৪৪ ( Section 144) ধারার মেয়াদ। পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা।
অন্যদিকে হাওড়ার পাঁচলায় (Howrah Panchla) নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে শনিবার সকালেও। অভিযোগ, পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। শুক্রবারও উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার বিভিন্ন এলাকা। অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যাতে গুজব না ছড়ায়, নতুন করে অশান্তি না বাধে সে কারণে এই পদক্ষেপ। বিজ্ঞপ্তি জারি করে জানায় নবান্ন।
আরও পড়ুন :
উত্তপ্ত হাওড়ায় বাতিলআরও ৪ দূরপাল্লার ট্রেন, সময় বদল হল কোন কোন ট্রেনের
শনিবারও অশান্তি এড়াতে সলপে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। কোনওরকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে, পয়গম্বর-বিতর্কে হাওড়ায় তাণ্ডবের রেশ ডোমজুড় থানাতেও। গতকাল সেখানে তাণ্ডব চালানো হয়। এখনও সেখানে ভেঙে পড়ে রয়েছে থানার বোর্ড। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুরও করা হয়।
শনিবার, উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি পার্টি অফিস পরিদর্শন করেন সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। শনিবার পৌনে ১১টা নাগাদ পার্টি অফিসে আসেন তিনি। মিনিট কুড়ি ছিলেন। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ার মারফত উত্তাপ ছড়ানো হয়েছে, পুলিশ ব্যবস্থা নেয়নি বলেন অভিযোগ করেন দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য। বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য।