সৌমিত্র রায়, কলকাতা: অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্ত্রী। সূত্রের খবর, চিকুনগুনিয়ায় (Chikungunya) আক্রান্ত ডোনা। চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসা চলছে তাঁর। গতকাল রাতের থেকে এখন ডোনার পরিস্থিতি তুলনামূলক ভাল বলে জানা গিয়েছে। তবে সৌরভ-পত্নীর অসুস্থতায় বেহালার বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে (Kolkata News)।
চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়
দশমীতে মন খারাপ করা খবর সৌরভের বাড়িতে। জানা গিয়েছে, নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা। সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে প্রথমে অনুমান করেন চিকিৎসকেরা।
সেই মতো ডেঙ্গি পরীক্ষা করানো হয় ডোনার। কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি। এর পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তার পর জানা যায়, আসলে চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী। তার পর ডেঙ্গির চিকিৎসা শুরু হয় তাঁর। বুধবার সকালে ডোনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Road Accident: পুজোর শহরে জোড়া দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ১, আহত ৪
উডল্যান্ড হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন ডোনা। হাসপাতাল সূত্রে খবর, গায়ে জ্বর রয়েছে ডোনার। ব্যথাও অনুভব করছেন। এ ছাড়াও শরীরে র্যাশ রয়েছে তাঁর। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। আজই ডোনাকে দেখতে হাসপাতালে যেতে পারেন সৌরভ।
পুজো উপলক্ষে এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন সৌরভ। এ দিন সল্টলেকের করুণাময়ীতে দশেরার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আপাতত সৌরভ সেই অনুষ্ঠানে যাওয়া বাতিল করেছেন বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানের আয়োজকদের তরফেও জানা গিয়েছে, সৌরভ সেখানে নাও যেতে পারেন আজ। বাডির সকলেই ডোনাকে নিয়ে চিন্তিত। সুস্থ হয়ে শীঘ্রই যাতে তিনি বাড়ি ফিরতে পারেন, সে দিকেই তাকিয়ে সকলে।
নবমীর রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ডোনাকে
এ বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কলকাতায় রয়েছেন BCCI সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অষ্টমীর সকালে তাঁকে পাওয়া যায় পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্ণারের মণ্ডপে৷ সেখানে অঞ্জলিও দেন তিনি। সৌরভের সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিসও। পাড়ার ক্লাবে বসে উপভোগ করেন সন্ধিপুজোও।