রঞ্জিত সাউ, সুদীপ্ত আচার্য, কলকাতা: পুজোর শহরে জোড়া পথ দুর্ঘটনা (Twin Accidents)। নিউটাউনে বেপরোয়া গতির বলি এক মোটর সাইকেল আরোহী (Motorbike)। গুরুতর আহত তাঁর সঙ্গী। দুরন্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে (Speed)। অন্য দিকে, নবমীর রাতে সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন এক দম্পতি এবং তাঁদের শিশুসন্তান।
দশমীর ভোরে নিউটাউনে দুর্ঘটনায় হত ১, আহত সঙ্গী
বুধবার অর্থাৎ দশমীর ভোরে (Durga Puja 2022) নিউটাউনে বেপরোয়া (Kolkata News) গতির বলি হন এক মোটর সাইকেল আরোহী। এ দিন ভোর ৪টে নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। রাম মন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে মোটর সাইকেলটি। তাতে রাস্তায় ছিটকে পড়েন চালক এবং তাঁর সঙ্গে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ওই দুর্ঘটনায় আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময়, চালক এবং তাঁর সঙ্গে, দু'জনেই মত্ত অবস্থায় ছিলেন। দুরন্ত গতিতে মোটর সাইকেল ছোটাচ্ছিলেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: Durga Puja 2022: আজ বিচ্ছেদের দশমী, কৈলাস পাড়ি দেবেন উমা, গঙ্গার ঘাটে চূড়ান্ত প্রস্তুতি পৌরসভার
অন্য দিকে, নবমীর রাতে ইএম বাইপাসে দুর্ঘটনার কবলে পড়েন এক দম্পতি এবং তাঁদের শিশুসন্তান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন তিন জন। সেই সময় একটি গাড়ি এসে ধাক্কা মারে তাঁদের। তাতে ওই দম্পতি এবং তাঁদের শিশু, তিন জনই গুরুতর আহত হন।
নবমীর রাতে শহরে দুর্ঘটনার কবলে দম্পতি ও শিশু
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। কিন্তু ট্র্যাফিক পুলিশের তৎপরতায় পরিকল্পনা ভেস্তে যায় তাঁর। চালক পালানোর চেষ্টা করলে ট্র্যাফিক পুলিশের তরফে সতর্ক করা হয় পুলিশকে। সেই মতো বাইপাস ধাবার সামনে গাড়ি আটক করে প্রগতি ময়দান থানার পুলিশ। গাড়ি চালককে আটক করা হয়। চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসনের তরফে বার বার সতর্কতা সত্ত্বেও শহরের রাস্তায় বেপরোয়া গতি এবং তা থেকে দুর্ঘটনা ঘটেই চলেছে বলে দাবি তাঁদের।