সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (West Mindapore) শালবনিতে (Shalboni) তৈরি হবে ইস্পাত কারখানা (Steel Factory)। লগ্নি করা হবে আড়াই হাজার কোটি টাকা। স্পেনের (Spain) রাজধানীতে দাঁড়িয়ে এই আশ্বাসই দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর আশা, এই ইস্পাত কারখানায় প্রাথমিক পর্যায়ে প্রায় ৬ হাজার কর্মসংস্থান হবে।
এই উদ্যোগে আশাবাদী এলাকার বাসিন্দারা। খুশির হাওয়া জমিদাতাদের মধ্যে। শিল্পের জন্য বাম আমলে শালবনিতে প্রায় সাড়ে চার হাজার একর জমি নেয় জিন্দল গোষ্ঠী। শুরুতে ঠিক ছিল ইস্পাত কারখানা হবে। পরে ইস্পাত প্রকল্প স্থগিত করে দেওয়া হয়, ঠিক হয় সিমেন্ট কারখানা তৈরি করবে জিন্দল গোষ্ঠী। ২০১৬ সালের জানুয়ারিতে শালবনি প্রস্তাবিত সিমেন্ট কারখানার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালের জানুয়ারিতে কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রায় সাড়ে চার হাজার একর জমির মধ্যে মাত্র ১৩৪ একর জায়গাতে তৈরি হয়েছে সিমেন্ট কারখানা।
এবার পড়ে থাকা সেই জমিতে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছেন সৌরভ।
মাদ্রিদের মঞ্চে স্পেনীয় শিল্প-বাণিজ্য জগতের প্রতিনিধিদের আশ্বস্ত করে, বাংলায় লগ্নির আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে বৃহৎ শিল্পোদ্যোগ - কীভাবে রাজ্য সরকার শিল্পপতিদের পাশে থাকে তা ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার কীভাবে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প শুরু করেছে, সে বর্ণনাও দেন।
আরও পড়ুন, মাদ্রিদ আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষরিত, কলকাতা বইমেলায় নতুন চমক ?
শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয় মাদ্রিদের এক পাঁচতারা হোটেলে শিল্প-বাণিজ্য সম্মেলনের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্পেনের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের ৭২ জন প্রতিনিধি। মুখ্যমন্ত্রীর পরে, বাংলার শিল্প-প্রতিনিধিরাও পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান। বক্তব্য রাখেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।