কলকাতা : বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সংলগ্ন উপকূলে তৈরি হবে ঘূর্ণাবর্ত।‌ এর ফলে সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। এর ফলে, বিশ্বকর্মা পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ছন্দপতন  হতে পারে গণেশ চতুর্থীর আনন্দে, এমনটাই ঘটতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

আপাতত ঘূর্ণাবর্ত অবস্থান করছে হরিয়ানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রাজস্থান থেকে ওড়িশা, পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার ১৫ই সেপ্টেম্বর।  

 দক্ষিণবঙ্গের আবহাওয়া 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনি ও রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে।  বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা  বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় । এই দুই দিনে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাস।  সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।  বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজোতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


 উত্তরবঙ্গের আবহাওয়া 
 বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। 

 কলকাতার আবহাওয়া 
 শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দুদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে; কমবে তাপমাত্রা। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ থেকে ৯৭ শতাংশ। 

 আবহাওয়া দফতরের সতর্কবার্তা,  আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে  ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে  যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া : 
( সূত্র : মৌসম ভবন ) 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
16-Sep 28.0 32.0
Generally cloudy sky with Light rain
17-Sep 28.0 33.0
Generally cloudy sky with Light rain
18-Sep 26.0 30.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
19-Sep 26.0 31.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
20-Sep 27.0 32.0
NA
21-Sep 28.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
22-Sep 28.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm