উজ্জ্বল মুখোপাধ্য়ায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য, ভাঙড় : জোর করে নিয়ে গিয়ে মদ খাইয়ে হাতে অস্ত্র তুলে দিয়েছিল। এবার বিস্ফোরক অভিযোগ তুলল ভাঙড়ে মৃত তৃণমূল কর্মীর পরিবার। অন্যদিকে, ভাঙড়ে দলীয় কর্মী খুনে NIA তদন্তের দাবি জানালেন নৌশাদ সিদ্দিকি। বৃহস্পতিবার লাগাতার বোমাবাজির পর শুক্রবার ভাঙড় থানার অদূরে পুরনো রেজিস্ট্রি অফিসের পরিত্য়ক্ত ভবন থেকে উদ্ধার হয় ৭টি বোমা ভর্তি ব্য়াগ। ভাঙড়ের চণ্ডীপুরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়।
আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, Elections Belong to the People, অর্থাৎ মানুষের জন্যই ভোট। কিন্তু, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শুধু মনোনয়ন পর্বেই যদি পাঁচজন মানুষের প্রাণহানি হয়, তবে ভোট কতটা মানুষের জন্য তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।
মনোনয়ন পর্বে যে পাঁচজন খুন হয়েছেন, তারমধ্যে বৃহস্পতিবারই ভাঙড়ে প্রাণ ঝরেছে ৩ জনের। তার মধ্যে রয়েছেন ২ জন তৃণমূল কর্মী ও একজন ISF কর্মী। ভাঙড়েই পানাপুকুর এলাকা থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মী রাজু লস্করের মৃতদেহ। শুক্রবার, বিস্ফোরক অভিযোগ তুলল তাঁর পরিবার। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীর বক্তব্য, 'ওঁকে মিটিংয়ে নিয়ে গিয়েছিল। আবার কালকেও তৃণমূলের লোকেরা এসে ডেকে নিয়ে গেল ! ডেকে নিয়ে ওকে হুমকি দিয়ে মিটিংয়ে নিয়ে গেছে, যদি না যাও তোমার বাড়ি-ঘর ভেঙে দেব। তাই, ও মনে হয় ভয়ে গিয়েছিল।'
মৃত তৃণমূল কর্মীর মেয়েও বলছেন, 'ইচ্ছা করে আমার বাবাটাকে নিয়ে গিয়ে মার্ডার করেছে। ভাল মানুষটাকে নিয়ে গিয়ে মার্ডার করেছ। মাথায় হাত বুলিয়ে। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মদ খাইয়েছিল। মদ খাইয়ে পিস্তল আর বোমা হাতে দিয়ে দিয়েছিল।'
বৃহস্পতিবার, ভাঙড়ে খুন হন ISF কর্মী মহিউদ্দিন মোল্লা। শুক্রবার তাঁর বাড়িতে যান ভাঙড়ের ISF বিধায়ক। নৌশাদের সামনে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। ঘটনায় NIA- দাবি করেছেন নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, 'কীভাবে খুন হল। তদন্ত করতে হবে।' এদিন, পানাপুকুরে জখম এক কর্মীর বাড়িতেও যান নৌশাদ। সেখানে ISF কর্মীদের নিয়ে একটি সভা করেন তিনি। ঘটনা প্রসঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অভিযোগ, নৌশাদই সব করিয়েছেন।
বৃহস্পতিবার লাগাতার বোমাবাজির পর শুক্রবার ভাঙড় থানার অদূরে পুরনো রেজিস্ট্রি অফিসের পরিত্য়ক্ত ভবন থেকে উদ্ধার হয় ৭টি বোমা ভর্তি ব্য়াগ। ভাঙড়ের চণ্ডীপুরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। বোমা, গুলি, সন্ত্রাসের দাপট ! ভাঙড়ের মনোনয়ন পর্বের ছবি দেখে, ভোটের দিন কী হবে তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।