সোনারপুর : বাইকের সঙ্গে ধাক্কা লাগায়, গাড়ি আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটে সোনারপুরের (Sonarpur) সুভাষগ্রাম (Subhasgram) এলাকায়। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি তরোয়াল।


খুনের চেষ্টা ?


পুলিশ সূত্রে খবর, এন্টালি থেকে বাইকে চড়ে চম্পাহাটিতে বাজি কিনতে এসেছিল দুই যুবক। দম্পতির গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগায়, শুরু হয় বচসা। অভিযোগ, স্বামীকে মারধরের পর, তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবকরা। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। এরপর স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে পাল্টা মারধর করে বলে অভিযোগ। আহত এক অভিযুক্ত হাসপাতালে চিকিত্সাধীন। সোনারপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।


অন্যদিকে, বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায়, পাটুলিতে দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ইট মেরে ভেঙে দেওয়া হয় দরজার কাচ। আটক মূল অভিযুক্ত। দম্পতির অভিযোগ, গতকাল বাড়ির সামনে বসে মদ্যপান করার পাশাপাশি, গালিগালাজ ও অভব্য আচরণ করছিলেন এক প্রতিবেশী ও তাঁর দুই বন্ধু। প্রতিবাদ করায়, তিনজনে মিলে স্বামীকে মারধর করেন। প্রতিবাদ করায় স্ত্রীকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এলাকাছাড়া করার হুমকি দেওয়ার পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে।


অপর একটি ঘটনায়, কালীপুজোর মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ করায়, আক্রান্ত দম্পতি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার পশ্চিম রুকুন্দিপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত দম্পতি বাড়ির পাশেই কালীপুজো করেন। অভিযোগ, গতকাল মণ্ডপ ভাঙচুর করে একদল মত্ত দুষ্কৃতী। বাধা দেওয়ায় দম্পতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত দম্পতি হাসপাতালে ভর্তি। ৭ জনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।


আগেও এমন ঘটনা-


পুকুর ভরাটের বিরোধিতা করায় সম্প্রতি দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। মালদার গাজোলের মনানিপুর এলাকার ঘটনা। অভিযোগ, ওই দম্পতির বাড়ি লাগোয়া পুকুরের একাংশ মাটি ফেলে ভরাট করছিল মাফিয়া। প্রতিবাদ করায়, কিছুদিন আগে বাড়িতে চড়াও হয়ে দম্পতিকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মালদার জেলাশাসক ও গাজোল থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তের নির্দেশ দেন জেলাশাসক।  


আরও পড়ুন ; বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় পাটুলিতে দম্পতিকে 'মারধর'