বিটন চক্রবর্তী, তমলুক: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2022) আগে, শুভেন্দু-গড়ে (Suvendu Adhikari) বিজেপির (BJP) ধাক্কা। তমলুক সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির ২ নেতা। পদত্যাগীদের অভিযোগ মানতে নারাজ জেলা বিজেপি সভাপতি। ১২ অক্টোবর দলবিরোধী কাজের জন্য এই দুই নেতাকে শোকজ করে জেলা নেতৃত্ব। শোকজের উত্তর দেওয়ার আগেই ইস্তফা দিলেন তাঁরা। বিজেপিতে আদি-নব্যের লড়াই, কটাক্ষ করেছে তৃণমূল (Trinamool)।


শুভেন্দু-গড়ে বিজেপির ধাক্কা:  আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll 2022) হওয়ার কথা। প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত তেমনটাই ইঙ্গিত মিলেছে। তার প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি। কিন্তু এরই মধ্যে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। দলের সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। নন্দীগ্রামে (Nandigram) দলীয় পদ থেকে ইস্তফা দিলেন দুই বিজেপি নেতা। বিজেপির তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য জয়দেব দাস। এবং তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বটকৃষ্ণ দাস।


বিজেপি সূত্রে দাবি, গত ১২ অক্টোবর দলবিরোধী কাজের জন্য জেলা নেতৃত্ব শোকজ করে। কিন্তু শোকজের উত্তর দেওয়ার আগেই দলীয় পদ থেকে ইস্তফা দিলেন এই দুই নেতা। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পদত্যাগীরা। পদত্যাগী বিজেপি নেতা বটকৃষ্ণ দাস বলেন, “আমাকে শোকজ করেছে। তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। নন্দীগ্রামে আমরা জিতিয়েছি। সভাপতি নিজের মতো কমিটি তৈরি। আমাদের গুরুত্ব দেয় না।’’ অভিযোগ মানতে নারাজ বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “দুই নেতাকেই যোগ্য সম্মান দেওয়া হয়েছে। আর এই পরিবর্তন জেলা ও রাজ্য কমিটির অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন।’’ আদি-নব্যের দ্বন্দ্ব বলে কটাক্ষ তৃণমূলের (Trinamool)।


২১’র বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। এখান থেকে জিতেই বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। সামনের পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Poll 2022) নজর থাকবে এই নন্দীগ্রামে। তার আগে অবশ্য পদত্যাগ ঘিরে অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরে। 


আরও পড়ুন: South 24 Parganas News: গাড়ির আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, আটক দুই মত্ত যুবক