নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আক্রমণ, পাল্টা আক্রমণ চলছেই। সেই আবহেই এবার কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নির্বাচনী প্রচারে বার বার জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের প্রসঙ্গ তোলা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বিজেপি-কে আক্রমণ করেছিলেন। জবাবে তাঁকে 'ইতালীয় সংস্কৃতি' খোঁচা দিলেন শাহ। জন্মসূত্রে ইতালীয় সনিয়া গাঁধীকে সামনে রেখে, আগেও কংগ্রেসকে ইতালির প্রসঙ্গ তুলে একাধিক বার আক্রমণ করেছেন বিজেপি নেতৃত্ব। এবার শাহও ইতালির প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ করলেন। (Mallikarjun Kharge)


রাজস্থানের চুরুতে দলীয় প্রচারে গিয়ে সম্প্রতি বিজেপি-কে আক্রমণ করেন খড়্গে। জম্মু ও কাশ্মীরের জন্য সংরক্ষিত অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের প্রসঙ্গে বার বার নির্বাচনী প্রচারে টেনে আনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, "উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) রাজস্থানে এসে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের কথা বলছেন। এখানে ওই প্রসঙ্গ তোলার যৌক্তিকতা কী? জম্মু ও কাশ্মীরে গিয়ে ওই নিয়ে কথা বলুন দেখি?" (Lok Sabha Elections 2024)


বক্তৃতা করার সময় মুখ ফস্কে যদিও অনুচ্ছেদ ৩৭০-কে অনুচ্ছেদ ৩৭১ বলে বসেন খড়্গে। সেই নিয়েই তাঁকে আক্রমণ করতে নেমে পড়েন বিজেপি নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় খড়্গের বক্তৃতার ওই অংশ তুলে ধরে কংগ্রেসকে আক্রমণ করেন সকলে। সেই নিয়ে মুখ খোলেন শাহও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'অত্যন্ত লজ্জার বিষয় যে কংগ্রেস কাশ্মীরের সঙ্গে কী সম্পর্ক প্রশ্ন তুলছে। ওদের মনে করিয়ে দিতে চাই, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় বাসিন্দাদের মতো জম্মু ও কাশ্মীরের উপর গোটা দেশের অধিকার রয়েছে। কাশ্মীরের শান্তির জন্য রাজস্থানের বহু সন্তান প্রাণ বিসর্জন দিয়েছেন'।



আরও পড়ুন: Mamata Banerjee: 'যাকে গ্রেফতার করবে তাঁর বাড়ির লোককেই এজেন্ট বসাবেন', হুঙ্কার মমতার


শাহ আরও লেখেন, 'এটা শুধু কংগ্রেস নেতাদের দোষ নয়। কংগ্রেস দলটিতে যে ইতালীয় সংস্কৃতি রয়েছে, ভারত ভাবনা সম্পর্কে সম্যক ধারণা না থাকার জন্য তা-ই দায়ী। যে সমস্ত দেশপ্রেমী নাগরিক দেশের একতা এবং অখণ্ডতা নিয়ে ভাবিত, এই ধরনের মন্তব্যে তাঁরা আঘাত পান। মানুষ কংগ্রেসকে জবাব দেবেন। অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করেছে মোদি সরকার, অনুচ্ছেদ ৩৭১ নয়। এই ধরনের মারাত্মক ভুল কংগ্রেসের থেকেই কাম্য'। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও খড়্গেকে বিঁধতে ছাড়েননি। জম্মু ও কাশ্মীর নিয়ে দেশের আবেগ কংগ্রেসের পক্ষে বোঝা সম্ভব নয় বলে দাবি করেন তিনি। 



এ নিয়ে জবাব দিতে দেরি করেনি কংগ্রেসও। দলের নেতা জয়রাম রমেশ ট্যুইটারে লেখেন, ‘খড়্গে জি মুখ ফস্কে অনুচ্ছেদ ৩৭০কে ৩৭১ বলে ফেলেছেন বটে। সঙ্গে সঙ্গে কংগ্রেসকে আক্রমণ করতে নেমে পড়েছেন অমিত শাহ। কিন্তু আসল কথা হল, মোদি সত্যিউ নাগাল্যান্ডের ৩৭১-এ, অসমের ৩৭১-বি, মণিপুরের ৩৭১-সি, সিকিমের ৩৭১-এফ, মিজোরামের ৩৭১-জি, অরুণাচলপ্রদেশের ৩৭১-এইচ অনুচ্ছেদ বাতিল করতে চান’। অসাবধানতাবশত খড়্গে ওঁদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন বলেই শাহ চটে গিয়েছেন, এমনও দাবি করেন জয়রাম।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।