রঞ্জিত হালদার, বারুইপাড়া : যানজট মুক্ত করতে বদলে ফেলা হচ্ছে গড়িয়া, ঢালাই ব্রীজ, কামালগাজি, বারুইপুর বাইপাস ও সোনারপুরের ট্রাফিক ব্যবস্থা। তারই প্রথম ধাপ হিসাবে বারুইপুরের সাহাপাড়ায় উদ্বোধন হল অত্যাধুনিক ট্রাফিক সিগনাল (Traffic Signal) ও কিয়স্কের (Kiosk)। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও বারুইপুর পুলিশ জেলার সুপার।


একদিকে পথ সুরক্ষায় জোর, অন্যদিকে রোদ-বৃষ্টির হাত থেকে ট্রাফিক কর্মীদের মুক্তি দেওয়ার চেষ্টা। শ্যাম-কুল, দুই রেখেই ট্রাফিক ব্যবস্থার আধুনিকতার পথে হাঁটতে শুরু করল বারুইপুর পুলিশ জেলা। 


আরও পড়ুন ; এখনই কমবে না গরম, থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনাও


গড়িয়া ঢালাই ব্রিজের কাছে যানজটের সমস্যা দীর্ঘদিনের। সেই হয়রানি থেকে নিত্যযাত্রীদের মুক্তি দিতে, বসানো হল ট্রাফিক কিয়স্ক। চালু হল অত্যাধুনিক ট্রাফিক সিগনালও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। 


নতুন সিগনালিং ব্যবস্থা চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। দেবব্রত বন্দ্যোপাধ্যায় নামে এক নিত্যযাত্রী বলেন, দিনের পর দিন রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে। এই সময় এই নতুন সিগনালের দরকার ছিল। আরও এরকম হলে ভাল হবে।


সুতপা সাহা নামে অপর এক নিত্যযাত্রী বলেন, বাচ্চা নিয়ে যাতায়াত করি। এতদিন সিগনাল না থাকায় রাস্তা পেরোতে অসুবিধা হতো। এবার যাতায়াতের সুবিধা হবে।


শুধু গড়িয়া ঢালাই ব্রিজ নয়, যানজট মুক্ত করতে আগামী দিনে কামালগাজি, বারুইপুর ও সোনারপুরের ট্রাফিক ব্যবস্থারও উন্নতি করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।


এনিয়ে  ফিরদৌসী বেগম বলেন, বাইপাসের ওপর আরও নতুন কয়েকটি সিগনাল পেপসি মোড়, গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় বসবে।


বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর, খুব শিগগিরই ঢালাইব্রিজ থেকে বারুইপুর পর্যন্ত ১৬ কিমি রাস্তা মুড়ে ফেলা হবে সিসি ক্যামেরায়।