গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরে ডুবল মৎস্যজীবী ট্রলার। ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করলো পাশে থাকা অন্য একটি মৎস্যজীবী ট্রলার। 

মৎস্যজীবী ইউনিয়ন সূত্রে খবর প্রাকৃতিক দুর্যোগে নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ভোর চারটে নাগাদ নামখানার দশমাইল ঘাট থেকে ১৩ জন মৎস্যজীবী নিয়ে এফ. বি শাকিলা নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। বকখালি থেকে চার ঘন্টা দূরে জম্বু দ্বীপের কাছে  বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের দাপটে ট্রলারটির পাটাতন ফেটে যায়। বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি। 

ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য মৎস্যজীবী একটি ট্রলার গিয়ে ডুবন্ত ওই ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। পাশাপাশি ডুবন্ত ট্রলারটিকেও উদ্ধার করে আনা হচ্ছে বন্দরে। 

কিছুদিন আগে পর্যন্ত ছিল দু’মাসের নিষেধাজ্ঞা। তারফলে ইলিশের মরসুম শুরু হলেও সমুদ্রে নামতে পারেনি মৎস্যজীবীরা। নিষেধাজ্ঞা উঠলে মুখে হাসি ফুটলেও নিম্নচাপের জেরে ফের জারি হয় নিষেধাজ্ঞা। যদিও এই ক’দিনেই জালে ওঠে প্রায় ১০০ টন ইলিশ। তবে আবহাওয়া খারাপ থাকায় ফের ফিরে আসতে হয় মৎস্যজীবীদের।