রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: জমি দখলের অভিযোগ সংক্রান্ত মামলা প্রত্যাহার না করায়, বাড়িতে এসে একাকী মহিলাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে।                                                                                                          


কী ঘটনা ঘটেছে?                        


ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) সোনারপুরে (Sonarpur)। অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ মণ্ডল সোনারপুর শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি। অভিযোগকারিণী বাড়িতে একাই থাকেন। ফলে গোটা ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত। তৃণমূল নেতার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারিণীর দাবি, তাঁর পৈত্রিক সম্পত্তি দখল করে বেআইনি নির্মাণ চলছে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়ে মহিলাকে বাড়িতে এসে একাধিকবার অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেন তৃণমূল নেতা। 


আরও পড়ুন, ঝুঁকি জেনেও লগ্নির ঝোঁক, বেশি রিটার্ন পাওয়ার স্বপ্ন! বাংলায় বারবার চিটফান্ড কেলেঙ্কারি


কী জানিয়েছেন অভিযুক্ত?                                                                  


এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। তিনি সাফ জানিয়েছেন তিনি কেবল কথা বলতে গিয়েছিলেন। হুমকি দেওয়া হয়নি, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। অভিযোগকারিণীর পাশে আছেন বলে জানিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র।