সুকান্ত মুখোপাধ্যায়, মৈপীঠ (দক্ষিণ ২৪ পরগনা): স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra-marital Affair) জেরে সংসারে অশান্তির জেরে মর্মান্তির ঘটনা।  দুই সন্তানকে সঙ্গে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা গৃহবধূর (Housewife suicide with two child)।  মৈপীঠ কোস্টাল থানার (Maipith Coastal Police Station-South 24 Paraganas) ভুবনেশ্বরীর বুল্টি হালদারের সঙ্গে  (বয়স ২৭)  ১০ বছর আগে মৈপীঠ কোস্টাল থানার বিনোদপুরের বাসিন্দা দীপক মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল।  8 বছরের কন্যা সন্তান ও  ৫ বছরের পুত্রসন্তানকে নিয়েই সংসার। কিন্তু এরইমধ্যে দানা বাঁধে অশান্তি।


পেশায় দিনমজুর দীপক মন্ডলের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে  প্রায় সংসারে অশান্তি হত। স্বামী-স্ত্রীর ঝগড়া-বচসা হত। গতকাল উভয় পরিবারের মধ্যে মীমাংসা হয়। আজ সকালে বাপের বাড়িতে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন বুল্টি হালদার। এই ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক ঘটনার পর থেকেই। ঘটনার তদন্ত শুরু করেছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ।


উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে নদিয়ায় স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক মানতে না পেরে ক্ষোভের বশে অ্যাসিড হামলা চালানোয় স্বামীকে গ্রেফতার করেছিল পুলিস। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারায় দম্পতির মধ্যে অশান্তি চরমে পৌঁছায়। প্রায় তিন মাস ধরে দু'জনের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। কিন্তু আক্রোশ মেটাতে পরিকল্পিতভাবে মুখে অ্যাসিড ছুড়ে মেরেছিল স্বামী। ঘটনাটি ঘটেছিল নদিয়ার রানাঘাট থানার রথতলা নবারুণ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামী বেধড়ক মারধর করে। পরে পুলিশ আক্রান্ত বধূ ও তাঁর স্বামীকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বলে পুলিশ জানিয়েছিল।, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। স্বামী দাবি করেছিল, ‘স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। যে কারণে প্রায় তিন মাস ধরে সে বাপের বাড়িতে রয়েছে। একাধিকবার স্ত্রীকে বাড়িতে ফিরে আসতে বললেও সে আসেনি।  রানাঘাট মহকুমা আদালত থেকে স্ত্রীকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। কিন্তু মাঝ রাস্তা থেকে শাশুড়ি স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছিল। যে কারণে আমি স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মেরেছি’।


যদিও বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন আক্রান্ত স্ত্রী।