বারুইপুর (দক্ষিণ ২৪ পরগনা): ‘প্রেমের জালে ফাঁসিয়ে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও (Private Video) তুলে ব্ল্যাকমেল (Blackmail)’। এমনই চাঞ্চল্যকর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) নরেন্দ্রপুরের (Narendrapur) মিশনপল্লি থেকে গ্রেফতার করা হল মা-মেয়েকে। বাড়িতে ডেকে ভিডিও তুলে ভাইরাল করার হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ এক ব্যক্তির। তাঁদের দাবি, ব্ল্যাকমেলের মুখে পড়ে ২ লক্ষ টাকা তিনি দিয়েছেন। কিন্তু তারপরও হুমকি অব্যাহত থাকে। আরও টাকা চাওয়া হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করেছে।
অভিযোগকারীর দাবি, ফেসবুকে তাঁর সঙ্গে ওই মহিলার পরিচয় হয়। দেখা করতে তাঁকে বাড়িতে ডাকেন মহিলা। তখনই, গোপনে ভিডিও তুলে তা ভাইরাল করার হুমকি দিয়ে দু’লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। ওই ব্যক্তির দাবি, পরে আরও টাকা চাওয়া হয়। এরপরই পুলিশে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত মা ও মেয়েকে আজ গ্রেফতার করে পুলিশ। ধৃত মহিলার জামিন মঞ্জুর করেছে আদালত। অভিযুক্ত মেয়েকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে চটজলদি ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কলকাতার লেকটাউনের মহিলা ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দুই প্রতারককে। গত বছরের ২২ ডিসেম্বর এ ব্যাপারে লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়। মহিলা ব্যবসায়ীর অভিযোগ, অ্যাপ ডাউনলোড করার নাম করে তাঁর মোবাইল ফোনের তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা।অভিযোগকারিণীর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর শুরু হয় ব্ল্যাকমেল। চাপ দিয়ে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে লেকটাউন এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের একজন প্রদীপ্ত দাস মধ্যমগ্রামের বাসিন্দা। অন্য অভিযুক্ত সৌরভ মণ্ডলকে বানতলা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শুধু প্রতারণা নয়, মোবাইল ফোন হ্যাক করে ছবি নিয়ে ওই মহিলা ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে অভিযুক্তরা।