কলকাতা: এবার বেসরকারি স্কুলে (Private School) প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস। শ্রেণিকক্ষের বাইরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক স্কুল। স্কুলের অদূরে মাঠে ছোটদের পঠনপাঠন শুরু করছে ফিউচার ফাউন্ডেশন (Future Foundation School)। স্কুলের মাঠেই সোমবার থেকে হবে রামমোহন মিশন স্কুলের ক্লাস। শ্রেণিকক্ষের বাইরে ক্লাস নিতে আর্জি আইসিএসই স্কুল সংগঠনের।


সপ্তম শ্রেণি পর্যন্ত এখনও শ্রেণিকক্ষে পঠনপাঠনের অনুমতি দেয়নি সরকার। সোমবার থেকে সরকারি উদ্যোগে শুরু হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’। এমন উদ্যোগ নিতেই পারে বেসরকারি স্কুলগুলি, জানালেন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)।


আগামিকাল অর্থাৎ ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল। এর জন্য বিভিন্ন স্কুলে প্রস্তুতি তুঙ্গে। আজ সকালে কসবা ডিপিএস-এ স্কুল চত্বর স্যনিটাইজ করা হয়। স্যানিটাইজেশনের কাজ চলে ক্লাস ঘর, বাস ও স্কুল চত্বরে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। 


বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল। সোম থেকে শনিবার হবে ক্লাস। রুটিন তৈরি করবে সংশ্লিষ্ট স্কুলই। পড়ুয়াদের স্কুলে আসতে হবে আধঘণ্টা আগে। বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। তবে স্কুলে আসার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না, খবর সরকারি সূত্রের।


আরও পড়ুন: West Bengal School Reopen: "স্কুলে আসার ক্ষেত্রে জোরাজুরি নয়,'' খবর স্কুল শিক্ষা দফতর সূত্রে


মুখ্যমন্ত্রী বলেছিলেন, '৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে। ছোট দের এখনই নয়, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ হবে।' কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি। প্রায় ২ বছর পর সরস্বতী পুজোর আগে, আগামী বৃহস্পতিবারই রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল।  ওই দিনই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। 


মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে এবিষয়ে বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল ও উচ্চশিক্ষা দফতর। এবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার খুলবে স্কুল। অষ্টম থেকে দ্বাদশের ক্লাস হবে সোম থেকে শনিবার। বুধবারের মধ্যে স্কুল এবং ক্লাসরুম পঠনপঠানের উপযোগী করে তুলতে হবে। ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের।