রঞ্জিৎ হালদার, (ভাঙড়) দক্ষিণ ২৪ পরগনা: মর্মান্তিক ঘটনা।  ক্রিকেট (Cricket) খেলতে গিয়ে মৃত্যু হল স্কুল শিক্ষকের (School Teacher)। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা ঘটেছে ভাঙড়ের পোলেরহাট হাইস্কুলে (Bhangore Polerhat High School)। মৃত (Death)শিক্ষকের নাম অভিজিৎ মণ্ডল। তিনি ইংরেজি বিষয়ের (English Subject) শিক্ষক ছিলেন। সোমবার (Monday) দুপুর ২টো নাগাদ স্কুলের টিফিনের সময় সহ শিক্ষকদের সঙ্গে স্কুল গ্রাউণ্ডের মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে তাঁর মৃত্যু হয়।


Birbhum News: নানুরে সিপিএম বিধায়ক খুনের মামলায় ১১ বছর পর বেকসুর খালাস তৃণমূলের ৪৩


খেলার সময় বুকের যন্ত্রণা নিয়ে বসে পড়েন। সহ শিক্ষকরা এসে জল দেন। সঙ্গে সঙ্গে  ওই শিক্ষককে চিকিৎসকের  কাছে নিয়ে গিয়ে শুশ্রূষা করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি। সেজন্য অসুস্থ শিক্ষককে তড়িঘড়ি স্থানীয় জিরানগাছা হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেই মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। র আকস্মিকতায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্কুলের শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীরা ঘটনাক ভেঙে পড়েছেন সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।


কামারহাটি গলিঘাট এলাকার যুবককে মারধরের অভিযোগ


সোশ্যাল সাইটে পাশের এলাকার এক যুবকের ছবিতে মন্তব্য করায় এক যুবককে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ।  অভিযোগ কামারহাটি গলিঘাট এলাকার বাসিন্দা বছর ২১এর ওম প্রকাশ ঠাকুর নামে এক যুবক ফেসবুকে  জয়ন্ত সিং নামে এক যুবকের ছবিতে কিছু মন্তব্য করেন। অভিযোগ এরপরই রাতে যখন ওই যুবক কাজে নাইট গার্ডের কাজে যাচ্ছিলেন, সেই সময় আড়িয়াদহ পাঠবাড়ি লাইন এলাকায় জয়ন্তর দলবল তাকে ফেলে মারধর করে।    এরপর আক্রান্ত যুবককে আশঙ্কা জনক অবস্থায় সাগরদত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছে। অভিযোগ বন্ধুকের বাট দিয়ে মারধর করা হয়। বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।